আরামের দিন শেষ! ১লা জুলাই থেকে রাজ্য সরকারি কর্মীরা আর পাবেন না এই সুবিধা

সুখের দিন শেষ রাজ্য সরকারি কর্মীদের। আগামী মাস থেকেই এই জরুরি পরিষেবা পেতে খসাতে হবে গ্যাঁটের কড়ি। আর আমজনতার করের টাকায় আরাম করতে পারবেন না…

no more free electricity bill for assam government public servent from 1 july announces by cm himanta biswa sarma , ১লা জুলাই থেকে অসমের রাজ্য সরকারি কর্মীদের নিজেদেরই দিতে হবে বিদ্যুৎ বিল

সুখের দিন শেষ রাজ্য সরকারি কর্মীদের। আগামী মাস থেকেই এই জরুরি পরিষেবা পেতে খসাতে হবে গ্যাঁটের কড়ি। আর আমজনতার করের টাকায় আরাম করতে পারবেন না সরকারি কর্মীরা। কী এমন সুবিধা যা সরকারি কর্মীরা ১ জুলাই থেকে আর পাবেন না?

এবার থেকে রাজ্য সরকারের কর্মীদের বাড়ির বিদ্যুতের বিল নিজেদেরকেই দিতে হবে। সরকারের তরফে আর বিল মিটিয়ে দেওয়া হবে না। এমনটাই ঘোষণা করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তাঁর ঘোষণা, ১ জুলাই থেকে সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দিতে হবে।

   

ভয়ে কাঁটা রাজ্যপাল! নবান্নকে বিশেষ চিঠি আনন্দ বোসের, কী লিখলেন?

রবিবার মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘সাধারণ মানুষের করের টাকায় সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দেওয়ার যে ভিআইপি সংস্কৃতি রয়েছে, তা শেষ করছি আমরা। উদাহরণ তৈরি করতে আমি এবং মুখ্যসচিব আগামী ১ জুলাই থেকে নিজেদের বিদ্যুতের বিল দেব। সমস্ত সরকারি কর্মীদেরও খরচ করা বিদ্যুতের জন্য নিজেদেরই বিল মেটাতে হবে।’

মুখ্যমন্ত্রীর সংযোজন, ‘আমরা দেখি যে মন্ত্রী বা সরকারি আধিকারিকদের বাড়ির বিদ্যুতের বিল সরকার দেয়। এটা আজকের নিয়ম নয়, ৭৫ বছর ধরে এই নিয়ম চলে আসছে। এবার থেকে কোনও মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব বা সরকারি কর্মীদের বিদ্যুতের বিল দেওয়ার জন্য বাজেট থেকে খরচ করা হবে না। আমরা নিজেদের বিল নিজেরাই দেব, যাতে বিদ্যুতের খরচ না বাড়াতে হয়।’