দিল্লিতে মমতা-মোদী বৈঠক হবে না

দু’দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দিনেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিচারপতিদের সম্মলনে উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে…

দু’দিনের দিল্লি সফরে মমতা বন্দ্যোপাধ্যায়। এর পরের দিনেই প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকার কথা ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু বিচারপতিদের সম্মলনে উপস্থিত থাকলেও প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন না তিনি।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের কোনও কথা নেই। ৩০ তারিখ কলকাতায় ফিরবেন। এরপর মে দিবস। তারপর ঈদের দিন রেড রোডের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

   

নবান্ন সূত্রে খবর, দিল্লি সফরে প্রধান বিচারপতিদের সঙ্গে সম্মেলনে যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত হাইকোর্টের প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের বিচারপতিদের পাশাপাশি মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা রয়েছে। থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু আলাদা করে প্রধানমন্ত্রীর ডাকা বৈঠকে উপস্থিত থাকবেন না মমতা।

প্রসঙ্গত, কিছু দিন আগেই দেশের করোনা পরিস্থিতি নিয়ে সমস্ত মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নাম না করে বাংলা সহ বিরোধী রাজ্যগুলিকে পেট্রোপণ্যের ওপর ভ্যাট কমানোর কথা জানিয়ে কাঠগড়ায় তোলেন। তখন থেকে রাজ্য বনাম কেন্দ্রের তরজা শুরু হয়েছে। এবারেও সেই ধারা বজায় থাকল।