পাঞ্জাবে ফিরছে না কংগ্রেস

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। কারণ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। বিজেপি মুছে যাবে বলে দাবি করছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা। কিন্তু বুথ ফেরত…

পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন ঘিরে সরগরম জাতীয় রাজনীতি। কারণ তালিকায় রয়েছে উত্তরপ্রদেশ। বিজেপি মুছে যাবে বলে দাবি করছে কংগ্রেস এবং অন্যান্য বিরোধীরা। কিন্তু বুথ ফেরত সমীক্ষা বলছে অন্য কথা। পাঁচ রাজ্যের মধ্যে একমাত্র পাঞ্জাবে ক্ষমতা ধরে রাখতে পারবে না কংগ্রেস। ইন্ডিয়া টুডে গ্রুপের বুথ ফেরত সমীক্ষা এমনই ইঙ্গিত দিচ্ছে।

পাঞ্জাব বিধানসভা ছিল কংগ্রেসের দখলে। ২০১৭ সালে বিজেপিকে পরাস্ত করে হাত শিবির। তারপরে অনেক ঘটনা ঘটেছে পশ্চিমের রাজ্যের রাজনীতির অন্দরে। ওই রাজ্যে সংগঠন বিস্তারে মন দিয়েছিল কেজরিওয়ালের আম আদমি পার্টি। ভোটের আগে জনমত সমীক্ষায় আপের সাফল্যের ইঙ্গিত মিলেছিল। কিন্তু এবার বুথ ফেরত সমীক্ষায় দেখা গেল ভিন্ন ছবি।

   

১১৭ আসনের পাঞ্জাব বিধানসভার ম্যাজিক ফিগার ৫৯। বুথ ফেরত সমীক্ষা বলছে একার ক্ষমতায় আম আদমি পার্টি জিততে পারে ৭৬ থেকে ৯০টি আসনে। অর্থাৎ খুব কম হলেও ওই রাজ্যের ক্ষমতায় ফিরছে কেজরিওয়ালের রাজনৈতিক দল। যাদের যাত্রাপথ শুরু হয়েছে খন এক দশকও হয়নি। কংগ্রেস ১৯ থেকে ৩১টি আসন পেতে পারে। বিজেপির ঝুলিতে সর্বাধিক ৪টি আসন যেতে পারে।

বুথ ফেরত সমীক্ষা জনতার রায় নয়। এই সমীক্ষা সর্বদা সত্য হয় না। কিন্তু একটা আভাস পাওয়া যায়। কিন্তু এই বুথ ফেরত সমীক্ষা সত্য হলে নয়া ইতিহাস রচনা করবে আম আদমি পার্টি। কারণ কংগ্রেস, বিজেপি এবং বামেরা ছাড়া কোনও দলের একই সঙ্গে দেশের একাধিক বিধানসভা দখল করার নজির ভারতে নেই। দিল্লির সঙ্গে পাঞ্জাব বিধানসভা যদি আম আদমি পার্টি দখল করে তাহলে নয়া ইতিহাসের সৃষ্টি হবে।