HomeBharatNitish Kumar: মোদীকেই ক্যাপ্টেন মেনে বিজেপি নেতাদের নিয়ে মন্দির দর্শনে নীতীশ

Nitish Kumar: মোদীকেই ক্যাপ্টেন মেনে বিজেপি নেতাদের নিয়ে মন্দির দর্শনে নীতীশ

- Advertisement -

ইঙ্গিত স্পষ্ট-আবার এনডিএ শিবিরে। ‘জোটবদলু’ তকমাধারী নীতীশ কুমার (Nitish Kumar) ফের তাঁর পুরনো জোট শরিক বিজেপিকেই বেছে নিলেন। পাটলিপুত্রের রাজনীতিতে মহামন্থন হয়ে গেল ব্রহ্মাপুরা মন্দিরে। সেখানেই বিজেপি নেতাদের সঙ্গে নিয়ে নীতীশ কুমার পূজা করলেন। তিনিই বিহারের মুখ্যমন্ত্রী থাকছেন জানাচ্ছে বিজেপি।

বিহারে বিজেপি জেডিইউ জোট সরকার নিশ্চিত। মুখ্যমন্ত্রী নীতীশ কুমার শনিবার বক্সারের ব্রহ্মপুর মন্দির কমপ্লেক্সে যান। তাঁর সঙ্গে ছিলেন প্রদেশ বিজেপি শীর্ষ নেতারা। এদের মধ্যে উল্লেখযোগ্য সংঘ পরিবারের ঘনিষ্ঠ অশ্বিনী চৌবে।

   

বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সঙ্গে বিহার বিজেপি নেতাদের বৈঠকের পর নীতীশ কুমারকে ফের এনডিএ শিবিরে আনার সবুজ  সংকেত  আসে। সভাপতি জেপি নাড্ডার উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে মুখ্যমন্ত্রী পদে নীতীশ কুমারের নাম সম্মতির কথা জানানো হয়। হাইকমান্ড স্পষ্টভাবে বিহার বিজেপির নেতাদের বলেছেন যে বিহারে যে পরিবর্তন হচ্ছে তার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। ২০২০ সালের মতো জেডিইউর সঙ্গে আবারও সরকার গড়তে চলেছে বিজেপি।

বিহারে অপারেশন লোটাস? (Operation Lotus) চলেছে বলে অভিযোগ বিরোধীদের। নীতীশকে সামনে রেখে যে জোট পরিবর্তন গুঞ্জন চলছে তাতে এবার কংগ্রেসও সামিল! সূত্রের খবর বিহার বিধানসভার কমপক্ষে ১০ জন কংগ্রেস বিধায়ক বিজেপিতে যোগ দিতে চলেছেন। একেবারে হুড়মুড়িয়ে ভাঙছে বিহারের সরকারে থাকা অ-বিজেপি মহাজোট। সূত্রের খবর, নীতীশ কুমারকে ফের NDA শিবিরে টেনে আনার পাশাপাশি কংগ্রেসের ঘরেও অভিযান চালিয়েছে বিজেপি। পাটনায় তীব্র আলোড়ন। জানা যাচ্ছে বিহারে অ-বিজেপি সরকার পতন নিশ্চিত করেছেন নীতীশ কুমার।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular