Nitish Kumar: ফের রাম শিবিরে ঢুকেই ‘পাল্টুরাম’ নীতীশের দাবি আর নয়…

Nitish Kumar

অযোধ্যায় রাম রাজত্ব শুরু হয়েছে বলে দাবি করা বিজেপির শীর্ষ নেতাদের মধ্যে গুঞ্জন ফের এসেছে ‘পাল্টুরাম’! বারবার মুখ্যমন্ত্রী নীতীশ কুমার (Nitish Kunar) জোট বদল করছেন। শনিবার পর্যন্ত তিনি ছিলেন বিহারের অ-বিজেপি মহাজোটের মুখ্যমন্ত্রী। রবিবার তিনি বিজেপি জোটের মুখ্যমন্ত্রী। এর আগেও তিনি এনডিএ ও অবিজেপি জোটের মধ্যে যাতায়াত করেছেন। সেই কারণে তিনি চর্চিত।

Advertisements

রবিবার বিজেপি ও জেডিইউ জোট তথা বৃহত্তর এনডিএ জোটের মুখ্যমন্ত্রী পদে শপথ নেন নীতীশ কুমার। শপথ নেওয়ার পর প্রথম প্রতিক্রিয়ায় তিনি বলেন, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে এসেছি। নীতীশ বলেন, এখন এখানে-সেখানে যাওয়ার প্রশ্নই আসে না।

এর আগে বিজেপি জোট ছেড়়ে অ-বিজেপি মহাজোটে ঢোকার পর নীতীশ কুমার বলেছিলেন, মরে গেলেও ওদের সাথে (বিজেপি) আর যাব না। ফের জোট বদল করতেই তাঁর পুরনো মন্তব্যগুলির ভিডিও নিয়ে আরজেডি, কংগ্রেস ও বাম মোর্চা কটাক্ষ শুরু করেছে।

Advertisements

রবিবার পাটনায় বিজেপি-জেডিউই জোটের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়ে নীতীশ কুমার বলেন, এখন আমরা আগের মতো সারাদিন একসঙ্গে থাকব। আজ কিছু মানুষের ক্ষেত্রে এটা ঘটেছে। আজ শপথ নিয়েছে তিন দল ও একজন নির্দল।সম্রাট চৌধুরী এবং অন্যজন বিজয় কুমার সিনহা, আমরা দুজনকেই উপমুখ্যমন্ত্রী হিসেবে স্বীকৃতি দিয়েছি।

বিহার বিধানসভার আসন হিসেব অনুযায়ী বিজেপির সংখ্যা বেশি। তবে সরকার গড়ার খাতিরে জেডিইউকে মুখ্যমন্ত্রী পদ দিতে হয়েছে। নীতীশ কুমার মুখ্যমন্ত্রী হলেও বিজেপির দুজন উপমুখ্যমন্ত্রী। রাজনৈতিক মহলের চর্চা নীতীশকে দুদিক থেকে বেঁধে রেখে দিল বিজেপি।