Nitish Kumar: বিজেপি জোটের মুখ্যমন্ত্রী হিসেবে ২৮ জানুয়ারি শপথ নিচ্ছেন নীতীশ কুমার: রিপোর্ট

Nitish Kumar

আগামী ২৮ জানুয়ারি বিহারে জনতা দল (ইউনাইটেড) এবং বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের (Nitish Kumar) শপথ নেওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন উপমন্ত্রী হতে পারেন বিজেপির প্রবীণ নেতা সুশীল মোদী।

Advertisements

বিহারে জেডি (ইউ) এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এর বর্তমান জোটে টানাপোড়েনের মধ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বিকাশ ঘটেছে।

বিহারে জেডি (ইউ) এবং লালু প্রসাদ যাদবের রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) এর বর্তমান জোটে টানাপোড়েনের মধ্যে রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই বিকাশ ঘটেছে। যা নিয়ে এখন চরম উত্তেজনা। সমাজতান্ত্রিক আইকন কার্পুরী ঠাকুরকে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র ভারতরত্ন দিয়ে ভূষিত করার পরে তা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

Advertisements

এদিকে কংগ্রেস জানিয়েছে যে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। তারা অবশ্য আরও বলেছে যে, নীতীশ কুমার চিরাগ পাসওয়ান এবং উপেন্দর কুশওয়াহা সম্পর্কে সংশয় প্রকাশ করে বিজেপিতে ফিরিয়ে আনা সহজ হবে না। এরসঙ্গে কংগ্রেস সূত্র জানিয়েছে, “তাছাড়া, এইবার বিধানসভার স্পিকার আমাদের পক্ষ থেকে (আরজেডি),” ।