মোদীর গদি রক্ষায় ৭০ আসনে বিজেপি? মুচকি হেসে নীতীশের দাবি ১০০ চাই!

বেঁকে বসতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি জোটবদলু হিসেবে বিশেষ পরিচিত। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শরিক ঘোঁটে জেরবার এনডিএ শিবির। পরিস্থিতি হাতের বাইরে…

Nitish Tells Modi He’s Staying Put, Says JDU Colleagues Pushed Him to Switch Sides

বেঁকে বসতে পারেন নীতীশ কুমার (Nitish Kumar)। তিনি জোটবদলু হিসেবে বিশেষ পরিচিত। ফলে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে শরিক ঘোঁটে জেরবার এনডিএ শিবির। পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে কেন্দ্রেও মোদী সরকারের আসন টলমল করে উঠবে। কারণ, নীতীশ ও চন্দ্রবাবুর সমর্থনেই তৃতীয়বার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসে আছেন মোদী। এই সুযোগে বিহারে একশ আসনের দাবি করেছেন নীতীশ কুমার (Nitish Kumar)।

   

বিহারে চলছে বিজেপি ও জেডিইউ জোটের এনডিএ জোট সরকার। গত বিধানসভা নির্বাচনে বিজেপি এ রাজ্যে বৃহত্তম দল হলেও একক শক্তিতে সরকার গড়তে পারেনি। তবে নির্বাচনী প্রতিশ্রুতি মতো জোট সরকার গড়তে নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দেয় বিজেপি। পাঁচ বছর পর নীতীশ কুমার (Nitish Kumar) একশ আসনে ভোট লড়ার দাবি করতেই বিজেপির অভ্যন্তর গরম।

Advertisements

Nitish Kumar Demands: মোদীর গদি রক্ষায় ৭০ আসনে বিজেপি?

জানা যাচ্ছে, নীতীশ কুমারের (Nitish Kumar) পদাঙ্ক অনুসরণ করে জোটের অপর শরিক দল এলজেপি কমপক্ষে চল্লিশটি আসন দাবি করেছে। চিরাগ পাসোয়ানের এমন দাবির পর বিজেপি আরও গরম। এর পরেই কমপক্ষে ৩৫টি আসনের দাবি করেন হিন্দুস্তান আওয়াম মোর্চার নেতা ও প্রাক্তন মুখ্যমন্ত্রী জীতনরাম মাঞ্ঝি। জোটের স্বার্থেনীতীশ ও চিরাগ ও জীতনরামের দাবি মানলে বিজেপি কে মোট ২৪৩টি বিধানসভা আসনের অর্ধেকের বেশি আসন শরিকদের ছাড়তে হবে। তাদের ভাগে পড়ছে সত্তরটি আসন।

জোট ধরে রাখতে মরিয়া বিজেপি আসন বন্টন নিয়ে কেন্দ্রীয় বৈঠক করেছে। নীতীশকে (Nitish Kumar)সামলে কেন্দ্রের সরকার ধরে রাখতে মরিয়া বিজেপি। তীব্র রাজনৈতিক জল্পনা, মোদীর গদি রক্ষায় ৭০টি আসন মেনে নিতে পারে বিজেপি।

আমাদের Google News এ ফলো করুন

২৪ ঘণ্টার বাংলা নিউজ, ব্রেকিং আপডেট আর এক্সক্লুসিভ স্টোরি সবার আগে পেতে ফলো করুন।

Google News Follow on Google News