চেন্নাই: ২৭ সেপ্টেম্বর তামিলনাড়ুর কারুরে ‘থলপতি’ বিজয়ের (Vijay) রাজনৈতিক দল টিভিকের মিছিলে পদপিষ্ট হয়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছেন প্রায় ৪১ জন। আহত ৬০-এর বেশি। সোমবার মৃতদের পরিবারের সঙ্গে দেখা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ (Nirmala Sitaraman) ও কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান (L Murugan)। সেইসঙ্গে কারুরের ভেলুসামিপুরমের দুর্ঘটনাস্থলও পরিদর্শন করলেন তাঁরা।
সোমবার সকাল ১১.১০ টা নাগাদ কারুরের জনসভায় অংশগ্রহণকারীদের জুতো এবং অন্যান্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা স্থানটি পরিদর্শন করেন। পরে তারা কারুর সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে ঘটনায় চিকিৎসাধীন আহতদের অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। এরপর সীতারামন (Nirmala Sitaraman) এবং মুরুগান এমুর পুথুর গ্রামে যান। ওই গ্রামেরই ৫ জন বাসিন্দা ২৭ তারিখ বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মারা গিয়েছেন। মৃতদের পরিবারের সঙ্গে দেখা করেন তাঁরা।
পদপিষ্ট হয়ে মৃত ও আক্রান্তদের ক্ষতিপূরণ দেবে কেন্দ্র
২৭ সেপ্টেম্বর তামিলাগা ভেট্টুর কাজিগাম দলের প্রধান তথা অভিনেতা বিজয়ের (Viyal) মিছিলে মানুষের ভিড় উপচে পড়ে। দীর্ঘ ৬ ঘন্টার পর ‘থলপতি’র দেখা মেলায় উচ্ছসিত হয়ে ওঠেন জনতা। এরপর বিজয়ের একটি বিতর্কিত মন্তব্যের পর জনগণের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। পরিস্থিতি বেগতিক দেখে মাঝপথেই ভাষণ থামিয়ে দেন টিভিকে প্রধান বিজয়।
ঘটনায় পদপিষ্ট হয়ে মারা যান ৪১ জন, আহত হন প্রায় ৬০। রবিবার মৃতদের আত্মার শান্তি কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার প্রধানমন্ত্রীর দফতরের তরফে এক্সে পোস্ট করে এই কথা জানানো হয়, PMNRF-এর অধীনে “তামিলনাড়ুর কারুরে বিজয়ের জনসভায় পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ২ লক্ষ এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে”।