লোকসভায় আয়কর বিল প্রত্যাহার নির্মলা সীতারমনের, আসছে সংশোধিত সংস্করণ

Nirmala Sitharaman

শুক্রবার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman) লোকসভায় আয়কর বিল, ২০২৫ প্রত্যাহারের ঘোষণা দেন। তিনি জানান, সিলেক্ট কমিটির সুপারিশ অনুযায়ী সংশোধিত একটি আপডেটেড সংস্করণ সরকার শিগগিরই পেশ করবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন সংস্করণে সিলেক্ট কমিটির প্রায় সব প্রস্তাবই অন্তর্ভুক্ত হতে পারে।

Advertisements

বিলের একাধিক খসড়া নিয়ে বিভ্রান্তি এড়াতে এবং সব পরিবর্তন একসাথে অন্তর্ভুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সংশোধিত আয়কর বিল আগামী সোমবার লোকসভায় পেশ করা হবে।

   

উল্লেখ্য, ছয় দশকের পুরনো আয়কর আইন, ১৯৬১-এর পরিবর্তে প্রস্তাবিত এই বিলটি প্রথমে ১৩ ফেব্রুয়ারি লোকসভায় উত্থাপন করা হয়েছিল এবং পরে তা যাচাই-বাছাইয়ের জন্য সিলেক্ট কমিটির কাছে পাঠানো হয়। ৩১ সদস্যবিশিষ্ট এই কমিটির নেতৃত্বে রয়েছেন বিজেপি নেতা বৈজয়ন্ত পান্ডা। ধারণা করা হচ্ছে যে তারা আইনটিতে একাধিক পরিবর্তনের পরামর্শ দিয়েছেন। যার মধ্যে রয়েছে নতুন আইনে ধর্মীয়-চ্যারিটেবল ট্রাস্টগুলিতে প্রদত্ত বেনামী অনুদানের উপর কর ছাড় অব্যাহত রাখার পক্ষে সমর্থন করা। পাশাপাশি করদাতাদের আইটিআর ফাইলিংয়ের শেষ তারিখের পরেও কোনও জরিমানা ছাড়াই টিডিএস রিফান্ড দাবি করার অনুমতি দেওয়ার পক্ষে সমর্থন করা।

Advertisements

নতুন খসড়া অনুযায়ী, অলাভজনক সংস্থাগুলোকে (এনপিও) ধর্মীয় ট্রাস্ট থেকে প্রাপ্ত বেনামী অনুদানের ওপর সম্পূর্ণ কর অব্যাহতি দেওয়া হয়েছে। তবে যে ধর্মীয় ট্রাস্ট হাসপাতাল বা শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনার মতো অন্যান্য দাতব্য কার্যক্রম চালায়, তাদের বেনামী অনুদান প্রযোজ্য আইনের আওতায় করযোগ্য হবে।