তৃতীয়বারের জন্য প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে মোদী সরকার। কোন পথে হাঁটতে চলেছেন অর্থমন্ত্রী (Nirmala Sitharaman)? মঙ্গলবার সকালে বাজেট প্রকাশের আগেই নজর কাড়ল অর্থমন্ত্রীর পোশাক। এবারের বাজেট পেশ করার জন্য তিনি বেছে নিয়েছেন হস্তশিল্পের উপর সাদার পাড়ে উজ্জ্বল রানি রং-এর শাড়ি সঙ্গে হালকা চেক। তাঁর ব্লাউজের রঙ গাঢ় বেগুনি ।
মঙ্গলবার সকাল ৯টা নাগাদ অর্থমন্ত্রকে প্রবেশ করেন নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। প্রত্যেকবার এই বাজেটের দিনে তাঁর শাড়ির দিকে নজর থাকে সমগ্র দেশবাসীর। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে যখন অন্তর্বর্তী বাজেট পেশ করেছিলেন, সেই সময় তিনি নীল রঙের তসর সিল্ক পরেছিলেন। শাড়ির উপর ছিল সাদা সুতোর কাথা স্টিচের কাজ।
বাজেট পেশ করে বিরাট রেকর্ড গড়লেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন
এর আগে ২০২৩ সালের বাজেটে লাল শাড়ি পরেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। দক্ষিণ ভারতের এই শাড়িতে ছিল সোনালি সুতোর কাজ। আবার ২০২২ সালে বাজেটের দিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী (Nirmala Sitharaman) পড়েছিলেন বাদামি রঙের ওড়িশার বোমকাই শাড়ি। সেই শাড়িতে ছিল মেরুন ও রুপোলি সুতোর কাজ। আবার ২০২১ সালের বাজেটে তিনি পরেছিলেন লাল ও সাদা রঙের হায়দরাবাদের পোচামপল্লি শাড়ি। ২০২০ সালে হলুদ-সোনালি রঙের সিল্ক শাড়িতে দেখা গিয়েছিল কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। এর আগের বছর অর্থাৎ ২০১৯ সালের বাজেটে গাঢ় গোলাপি রঙের মঙ্গলগিরি শাড়িতে দেখা গিয়েছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে।