NIA: নতুন ডিজি হলেন দিনকর গুপ্ত

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএতে (NIA) রদবদল ঘটাল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের সিনিয়র অফিসার দিনকর গুপ্তকে বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ডিরেক্টর জেনারেল…

Nia

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনআইএতে (NIA) রদবদল ঘটাল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে, ইন্ডিয়ান পুলিশ সার্ভিসের সিনিয়র অফিসার দিনকর গুপ্তকে বৃহস্পতিবার জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)-র ডিরেক্টর জেনারেল পদে নিয়োগ করা হয়েছে। কর্মীবর্গ মন্ত্রকের তরফ থেকে এক নির্দেশিকায় এ তথ্য জানানো হয়েছে। 

দিনকর গুপ্ত ১৯৮৭ ব্যাচের পাঞ্জাব ক্যাডারের আইপিএস অফিসার। মন্ত্রিসভার নিয়োগ কমিটি ২০২৪ সালের ৩১ মার্চ, অর্থাৎ অবসরের তারিখ পর্যন্ত গুপ্তের এনআইএ-র ডিরেক্টর জেনারেল পদে নিয়োগের অনুমোদন দিয়েছে। 

অন্য একটি নির্দেশিকায় বলা হয়েছে, স্বগত দাসকে স্বরাষ্ট্র মন্ত্রকের বিশেষ সচিব (অভ্যন্তরীণ নিরাপত্তা) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। স্বগত দাস ছত্তিশগড় ক্যাডারের ১৯৮৭ ব্যাচের আইপিএস অফিসার এবং বর্তমানে ইন্টেলিজেন্স ব্যুরোতে বিশেষ পরিচালক হিসাবে নিযুক্ত রয়েছেন।        

দিন ১৯৮৭ ব্যাচের আইপিএস অফিসার এবং একই ব্যাচের অন্য তিনজন কর্মকর্তার মধ্যে সবচেয়ে সিনিয়র, যাদের নাম এই সপ্তাহের শুরুতে শীর্ষ পদে নিয়োগের জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (ইউপিএসসি) দ্বারা সুপারিশ করা হয়েছিল। তিনি দীর্ঘদিন ধরে পাঞ্জাবে বসবাস করছেন এবং প্রায় সাত বছর ধরে পাঞ্জাবের লুধিয়ানা, জলন্ধর এবং হোশিয়ারপুর জেলার সিনিয়র পুলিশ সুপার হিসেবে নিযুক্ত (এসএসপি) ছিলেন।

পাঞ্জাবে ডিরেক্টর জেনারেল অফ পুলিশ (ডিজিপি) হিসাবে কাজ করার সময়, তিনি তার স্ত্রীর অধীনেও কাজ করেছিলেন। দিনকর গুপ্তর স্ত্রী ভিনি মহাজন তৎকালীন পাঞ্জাব সরকারের মুখ্য সচিব হিসেবে কর্মরত ছিলেন।