NIA: জঙ্গিদের খোঁজে কাশ্মীরের একাধিক জায়গায় শুরু তল্লাশি

ফের কাশ্মীর (Jammu Kashmir) উপত্যকাজুড়ে তল্লাশি অভিযান শুরু করল এনআইএ (NIA)। জানা গিয়েছে, বৃহস্পতিবার জম্মু, কাঠুয়া, সাম্বা ও ডোডার বিভিন্ন জায়গায় অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (NIA)।

সূত্রের খবর, আন্তর্জাতিক সীমান্ত লাগোয়া জম্মু ও কাশ্মীরের তোফ গ্রামে পাক ড্রোনের মাধ্যমে ফেলে দেওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় এই অভিযান চালানো হচ্ছে। গোয়েন্দারা জানতে পেরেছেন জম্মু-সহ সাম্বা ও কাঠুয়ার সীমান্ত এলাকায় ড্রোনের মাধ্যমে অস্ত্র পাঠানোর লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান।

   

ড্রোনে অস্ত্র ও গোলাবারুদ ফেলে দেওয়ার ঘটনা বৃদ্ধির বিষয়ে এনআইএ ২৬ শে জুলাই একটি মামলাও দায়ের করেছিল। এনআইএ সন্ত্রাসে অর্থায়নের মামলার পাশাপাশি এই অভিযান চালাচ্ছে।

সূত্রের খবর, “যে সব ঘাঁটিতে জঙ্গি মডিউলগুলি পাকিস্তান থেকে পাঠানো অস্ত্রের চালান নিয়ে যায়, সেখানে এই অভিযান চালানো হচ্ছে।” এর আগে চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি পাকিস্তানি ড্রোনের মাধ্যমে ফেলে দেওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের ঘটনায় আর্নিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন