বেতনভুক কর্মীদের জন্য সুখবর, আয়কর কাঠামোয় বড় ছাড় নির্মলার

চাকরিজীবি ও মধ্যবিত্তদের জন্য সুখবর, বাজেটে আয়কর ছাড়ের বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন…

new income tax slabs announces by union finance minister nirmala sitaraman in budget 2024-25

চাকরিজীবি ও মধ্যবিত্তদের জন্য সুখবর, বাজেটে আয়কর ছাড়ের বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এদিন বাজেট ঘোষণার একেবারে শেষ পর্যায়ে এসে অর্থমন্ত্রী নির্মলা সীতারমন নতুন কর কাঠামোর ঘোষমা করেন।

নতুন কর ব্যবস্থায় চাকরিজীবিদের সুবিধার জন্য স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ ছাড় ৭৫ হাজার টাকা করা হল। আগে যা ছিল ৫০ হাজার টাকা। পেনশনভোগীদের জন্য এই ছাড়ের হার ১৫ হাজার থেকে বাড়িয়ে ২৫ হাজার টাকা করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশের সময় দাবি করেছেন যে, স্ট্যান্ডার্ড ডিডাকশনের বর্ধিত ছাড়ের জন্য ৪ কোটি বেতনভুক ও পেনশনভোগী উপকৃত হবেন।

   

নতুন কর কাঠামো

– ১ লক্ষ থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে কর আদায়ের হার হবে শূন্য।
– ৩ থেকে ৭ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে নতুন কর হার হবে ৫ শতাংশ।
– ৭ থেকে ১০ লক্ষ টাকা পর্যন্ত করযোগ্য আয়ের ক্ষেত্রে ১০ শতাংশ হারে কর ধার্য করা হবে।
– ১০ থেকে ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ের ক্ষেত্রে করের হার হবে ১৫ শতাংশ।
– ১২ থেকে ১৫ লক্ষ টাকা আয়ের ক্ষেত্রে ২০ শতাংশ হারে কর আদায় করা হবে।
– আয় ১৫ লক্ষ টাকার বেশি হলে ৩০ শতাংশ হারে কর দিতে হবে।

new income tax slabs

নয়া করা কাঠামোর জন্য চাকরিজীবিদের বছরে কম করে ১৭ হাজার টাকা সাশ্রয় হবে।

এক নজরে কেন্দ্রীয় বাজেট সংক্রান্ত আরও খবর-

বাংলার কপালে শুধুই করিডর, বিহার-অন্ধ্রপ্রদেশকে দু হাত উপচে উপহার নির্মলার?

চাকরিতে ঢুকলেই মিলবে ১৫,০০০ টাকা, ঘোষণা করে দিলেন নির্মলা

Budget 2024 Updates: ক্যানসারের ওষুধ-মোবাইল-সোনা-রুপোয় ছাড়ের ঘোষণা নির্মলার