রুদ্ধশ্বাস উদ্ধার! নেপালী শেরপার জয়জয়কার! মৃত্যুর মুখ থেকে ফিরলেন মালেশিয়ার পর্বতারোহী। মাউন্ট এভারেস্ট থেকে পর্বতারোহীকে নিজের কাঁধে করে নামিয়ে নিয়ে আনলেন নেপালী শেরপা গেলজি।
এই রুদ্ধশ্বাস ঘটনাটি ঘটেছে গত ১৮ মে। যখন শেরপা গেলজি তার সাথে থাকা চিনা পর্বতারোহীকে ৮,৮৪৯ মিটার (২৯,০৩২ ফুট) উচ্চতাশ্র নিয়ে যাচ্ছিলেন। আরোহনের সময় শেরপা গেলজি দেখেন মালেশিয়ার এক পর্বতারোহী একটি দড়ি ধরে কোনও রকমে ধরে বেঁচে থাকার চেষ্টা করছেন। মারাত্বক ঠান্ডায় কাবু সেই পর্বতারোহী। তিনি নিস্তেজ হয়ে পড়ছেন। এই ঘটনাটি এভারেস্ট ‘ডেথ জোনে’ ঘটেছে। এখানে তাপমাত্রা -৩০ ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যায়।
শেরপা গেলজি ৬০০ মিটার দড়ি ধরে টেনে ওই মালয়েশিয়ান পর্বতারোহীকে নিচে নামান। সাউথ কলে নামিয়ে নিয়ে আসেন পিঠে চাপিয়ে। উদ্ধারকাজ করতে প্রায় ৬ ঘন্টা লেগেছে। নিমা তাশি নামক আরেক শেরপা সাউথ কল থেকে উদ্ধারকাযে সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এক সাক্ষাৎকারে নেপালী শেরপা গেলজি বলেন যে তাঁরা সবার আগে পর্বতারোহীকে একটি স্লিপিং ম্যাটে মুড়ে নেন, তারপর কিছুটা বরফের উপর দিয়ে টেনে এনে তারপর কাঁধে করে ক্যাম্পে নিয়ে আসেন। এরপর ক্যাম্প ৩ থেকে (৭,১৬২ মিটার) বেস ক্যাম্পে একটি হেলিকপ্টারের সাহায্যে মালয়েশিয়ান পর্বতারোহীকে নামিয়ে নিয়ে আনা হয়।