মধ্যরাতে ভূমিকম্প নেপালে! কাঁপল শিলিগুড়ি-বিহার

নয়াদিল্লি: শুক্রবার খুব ভোরে কেঁপে উঠল নেপালের মাটি৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১৷ গোটা হিমালয় অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের ধাক্কা লেগেছে বিহারের…

Earthquake

নয়াদিল্লি: শুক্রবার খুব ভোরে কেঁপে উঠল নেপালের মাটি৷ রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১৷ গোটা হিমালয় অঞ্চল জুড়ে কম্পন অনুভূত হয়েছে। কম্পনের ধাক্কা লেগেছে বিহারের পাটনা, মুজফ্‌ফরপুর এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও৷ সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, নেপালের সিন্ধুপালচক জেলার ভৈরব কুন্ড এলাকায় স্থানীয় সময় রাত ২ টো বেজে ৫১ মিনিট নাগাদ কম্পন অনুভূত হয়৷ ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে৷ ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানাচ্ছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫৷ তবে আফটার শক অনুভূত হয়েছে কিনা, তা এখনও স্পষ্ট নয়।

নেপালের পূর্ব ও মধ্যাঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে৷ এই কম্পনের রেশ অনুভূত হয়েছে বাংলা  ও বিহারে। নেপালের ভূমিকম্পের জেরে কেঁপে ওঠে শিলিগুড়ি শহর৷ পাশাপাশি কেঁপে ওঠে বিহারের পাটনা ও মুজফ্ফরপুর। ভারত ও চিনের তিব্বত সীমান্ত বরাবরও কম্পন অনুভূত হয়েছে। তবে  ভূমিকম্পের কারণে বড়সড় ক্ষয়ক্ষতির ঘটনা সামনে আসেনি৷ 

kolkata24x7-sports-News

   

নেপালের বাগমতি প্রদেশ থেকে পাটনা প্রায় ৩৬০ কিলোমিটার দূরে অবস্থিত। আবার মুজফফরপুর থেকে বাগমতি প্রদেশের দূরত্ব ১৮৯ কিলোমিটার। এতদূরে থাকলেও নেপালের ভূমিকম্প বেশ ভালোই টের পেয়েছে দুই শহরের মানুষ। আঁচ পেয়েছে সংলগ্ন এলাকবাসীরাও৷ গভীর রাতে আটমকাই লাগে দুলুনি৷ রিখটার স্কেলে কম্পনের মাত্রা পাঁচের মধ্যে থাকলে তাকে মাঝারি মাপের ভূমিকম্প বলা হয়। এই কম্পনে ক্ষয়ক্ষতির আশঙ্কা অনেকটাই কম থাকে। এদিনে ভূমিকম্পে নেপাল, উত্তরবঙ্গ, সিকিম, বিহারের কোনও অংশে তেমন ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি৷ 

নেপাল বরাবরই ভূমিকম্প প্রবণ অঞ্চল৷ এর আগেও নেপালে বড় বড় ভূমিকম্প হয়েছে৷ তাতে ক্ষতির পরিমাণও ছিল উল্লেখযোগ্য৷