NEET UG 2024: আবার নয় ‘নিট’, আর্জি বাতিল করে কারণ জানাল সুপ্রিম কোর্ট!

আবার নেওয়া হবে না নিট এর স্নাতক প্রবেশিকা পরীক্ষা (NEET UG), মঙ্গলবার তাঁদের রায়ে এই কথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই রায় লক্ষাধিক…

আবার নেওয়া হবে না নিট এর স্নাতক প্রবেশিকা পরীক্ষা (NEET UG), মঙ্গলবার তাঁদের রায়ে এই কথাই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। এই রায় লক্ষাধিক মেডিকেল ছাত্রদের জন্য স্বস্তি এনে দিয়েছে। আজ দেশের সর্বোচ্চ আদালত জানিয়েছে যে ৩ লক্ষ পরীক্ষার্থীদের স্থান পরিবর্তনের মুখোমুখি হতে হবে। এর কারণ পারমাণবিক তত্ত্বের একটি প্রশ্নতে এন্টিএর অনুযায়ী দুটি সঠিক উত্তর হতে পারে। সেটিকে খারিজ করে আইআইটি দিল্লি জানিয়েছে যে সেই প্রশ্নের সঠিক উত্তর একটাই। আইআইটি দিল্লির মতকেই সিলমোহর দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত।

নিট পরীক্ষার (NEET UG) প্রক্রিয়ায় বড় ধরনের অনিয়ম পাওয়া গেছে বলে অভিযোগ করে অনেক আবেদনকারী পরীক্ষা পুনরায় নেওয়ার দাবি জানিয়েছিলেন। সুপ্রিম কোর্ট (Supreme Court) পুনরায় পরীক্ষা নেওয়ার আবেদন খারিজ করে তাঁদের রায়ে জানিয়েছে, “এখনও পর্যন্ত , আদালত স্বাধীনভাবে এনটিএ দ্বারা দেওয়া সমস্ত তথ্য যাচাই করে দেখেছে। আমরা এমন কোনও তথ্য প্রমাণ পাইনি যাতে বলা যেতে পারে যে পরীক্ষার ফলাফলে গলদ রয়েছে বা পরীক্ষার পবিত্রতার পদ্ধতিগত লঙ্ঘন হয়েছে। “

   

প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় মঙ্গলবার মন্তব্য করেন, “সুপ্রিম কোর্টের কাছে এখনও অবধি যা তথ্য-প্রমাণ রয়েছে তাতে পুনরায় নিট পরীক্ষা নেওয়ার আদেশ কখনই ন্যায় সঙ্গত হবে না ।” সারা দেশে স্নাতক স্তরে জাতীয় যোগ্যতা-কাম- প্রবেশিকা পরীক্ষা নে। এর দ্বারা এমবিবিএস, বিডিএস, আয়ুষ এবং অন্যান্য কোর্সে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির হওয়া যায়।

রেল নিরাপত্তা বিশবাঁও জলেই, বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল জয়পুর এক্সপ্রেস

এদিন ৫ মের নিট-ইউজি পরীক্ষায় কিছু অনিয়ম ঘটেছে বলেও মেনে নিয়েছে শীর্ষ আদালত। জানা যায় যে মে প্রশ্নপত্র ফাঁস হয়েছিল ঝাড়খণ্ডের হাজারিবাগ অঞ্চলে । এর পর ফাঁস হওয়া প্রশ্ন পাঠানো হয় পাটনাতে। সিবিআই এদিন পুনরায় পরীক্ষা নেওয়ার আর্জির বিরোধিতা করে জানায়, প্রশ্নফাঁস ‘স্থানীয় স্তরে’ সীমাবদ্ধ ছিল, ফলে পরীক্ষা বাতিলের কথা মনে করেছেন না তাঁরা।

সম্প্রতি পুনরায় নিট-ইউজি পরীক্ষা নেওয়ার দাবিতে এবং পুরোনো পরীক্ষার বাতিকরণের জন্য একাধিক মামলা হয় সুপ্রিম কোর্টে। ৬ জুলাই থেকে ন্যাশনাল টেস্টিং এজেন্সি কাউন্সেলিং শুরু করতে চাইলেও তা পিছিয়ে দেয় আদালত। সোমবার শীর্ষ আদালত জানায় যে পড়ুয়াদের এক বছর নষ্ট করার পক্ষপাতী নন তাঁরা। এছাড়া দ্বিতীয়বার পরীক্ষা নেওয়ার আর্জিও বাতিল করে সুপ্রিম কোর্ট।