নিট দুর্নীতি (NEET Scam) নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আজ, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে দেশের বিভিন্ন হাইকোর্টে যে সমস্ত মামলা দায়ের হয়েছে, সেগুলিতে স্থগিতাদেশ দেওয়া হল। সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং এসভিএন ভাট্টির অবকাশকালীন বেঞ্চ এই নির্দেশ দিয়েছে।
আগামী ৮ জুলাই এই মামলার পরবর্তী শুনানি। সমস্ত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং এনটিএকে নোটিস দিয়েছে। নিট পরীক্ষায় অনিয়ম নিয়ে এ পর্যন্ত সুপ্রিম কোর্টে মোট ১৪টি মামলার শুনানি হয়েছে। ১০টি মামলা দায়ের করেছে ৪৯ জন পড়ুয়া এবং একটি ছাত্র সংগঠন। বাকি মামলাগুলি দায়ের করেছে এনটিএ।
সুপ্রিম কোর্ট এদিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনও ভাবেই চায় না যে এই প্রবেশিকা পরীক্ষার কাউন্সেলিং ব্যাহত হোক। দেশের শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, মামলার শুনানি চললেও কাউন্সেলিং বন্ধ করা যাবে না।
রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর! বেতনের আগেই স্যালারি অ্যাকাউন্টে ঢুকছে বাড়তি টাকা
গত ৫ মে, রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই পটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফোটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।
২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল।
নিটের প্রশ্নফাঁসে যুক্ত ইন্ডি জোট! বিস্ফোরক দাবি বিজেপির
২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ২০১৬ সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয় ভাবে হলেও এই ‘দুর্নীতি’র কথা এবারই প্রথম প্রকাশ্যে আসে।
সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (২০২৪) বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে, এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যান্য অনিয়মও হয়েছে।