অবশেষে ঘুম ভাঙল! সুপ্রিম কোর্টের ধমকের পর নিট ইস্যুতে তড়িঘড়ি কমিটি গঠন কেন্দ্রের

অবশেষে ঘুম ভাঙল! নিটে অনিয়ম (NEET Scam) প্রকাশ্যে আসার বেশ কয়েকদিন পর নড়েচড়ে বসল কেন্দ্র। পরীক্ষা পদ্ধতি স্বচ্ছ, মসৃণ এবং ক্রুটিহীন করার জন্য উচ্চপর্যায়ের কমিটি গঠন করল শিক্ষামন্ত্রক। ৭ সদস্যের এই কমিটির মাথায় রয়েছে ইসরোর প্রাক্তন প্রধান তথা কানপুর আইআইটির বোর্ড অফ গভর্নরসের চেয়ারম্যান ডঃ কে রাধাকৃষ্ণণ।

Advertisements

পরীক্ষা ব্যবস্থার সংস্কারের পাশাপাশি তথ্যের নিরাপত্তা উন্নতি এবং ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) কাঠামো ও কার্যকারিতা সম্পর্কে সুপারিশ করার জন্যই এই কমিটি গঠন করা হয়েছে। আগামী দু’মাসের মধ্যে এই কমিটি তার রিপোর্ট শিক্ষা মন্ত্রকের কাছে জমা দেবে। তারপরই পরীক্ষা পদ্ধতি নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্র।

এদিকে নিটের প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আগেই ১৩ জনকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার আরও পাঁচজন পুলিশের জালে ধরা পড়েছে। তদন্তকারীদের অনুমান, ঝাড়খণ্ডের হাজারিবাগের একটি সেন্টার থেকে নিটের প্রশ্নপত্র ফাঁস হয়েছিল প্রথম। তার পর সেখান থেকে সেই প্রশ্নপত্র অন্যত্র ছড়িয়ে পড়ে।

প্রোটেম স্পিকার ইস্যুতে এককাট্টা বিরোধীরা! লোকসভার অধিবেশনের আগে চিন্তায় NDA

গত ৫ মে, রবিবার নিট ইউজি পরীক্ষা হয়। ওই দিনই পটনার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে প্রশ্নের ফোটোকপি বিলি করার অভিযোগ পায় পুলিশ। তদন্তকারীদের অনুমান, নিট কেলেঙ্কারির জাল ছড়িয়ে রয়েছে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান, হরিয়ানা, গুজরাত, ওড়িশা, মধ্যপ্রদেশ, কর্নাটক-সহ একাধিক রাজ্যে।

২০১৩ সাল থেকে নিট পরীক্ষার মাধ্যমে সর্বভারতীয় স্তরে মেডিক্যাল কলেজে ভর্তি শুরু হয়েছে। তার আগে রাজ্যের বোর্ডগুলি পৃথকভাবে মেডিক্যালে প্রবেশিকা পরীক্ষা নিত। সেই পরীক্ষার মাধ্যমে রাজ্যের মেডিক্যাল কলেজগুলিতে শিক্ষার্থীরা ভর্তি হতেন। কিন্তু ২০১৪-২০১৫ সালেও এই ব্যবস্থা চালু করা সম্ভব হয়নি, কারণ বিভিন্ন বোর্ডের আপত্তি ছিল।

Advertisements

মমতার প্রশংসায় পঞ্চমুখ প্রাক্তন বিজেপি সাংসদ, শুরু জল্পনা

২০১৬ সালে সুপ্রিম কোর্টের নির্দেশে স্থির হয়, সর্বভারতীয় ডাক্তারি পরীক্ষার মাধ্যমে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে ২০১৬ সাল থেকে নিট পরীক্ষা কেন্দ্রীয় ভাবে হলেও এই ‘দুর্নীতি’র কথা এবারই প্রথম প্রকাশ্যে আসে।

সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা (২০২৪) বাতিলের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে একাধিক মামলা দায়ের করা হয়। মামলাকারীরা অভিযোগ করেন যে, এবার নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে। অন্যান্য অনিয়মও হয়েছে। সমস্ত দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখার জন্য সুপ্রিম কোর্ট কেন্দ্র এবং এনটিএকে নোটিস দিয়ে জবাব তলব করেছে।

রেল যাত্রীদের জন্য সুখবর! ১৮ কোটিরও বেশি মানুষ পাবেন এই বড় সুবিধা