Advertisements

মমতার বিরোধিতায় চর্চিত, উপরাষ্ট্রপতি পদে জয়ী ধনখড় পেলেন তৃণমূলেরও ভোট!

jagdeep dhankar

 

Advertisements

সংসদ ভবনে শেষ হয়েছে উপরাষ্ট্রপতি নির্বাচনে ভোটদান পর্ব। জয়লাভ করলেন জগদীপ ধনখড়। বিজেপির সমস্ত সংসদের সমর্থনে ৫২৭ এর গন্ডি পার করলেন। পরাজিত কংগ্রেস জোটের মার্গারেট। পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল ধনখড়ের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংঘাত ছিল তীব্র। তবে উপরাষ্ট্রপতি পদের ভোটে অংশ নেয়নি তৃণমূল কংগ্রেস। এতে জয় আরও মসৃণ হয়েছে ধনখড়ের। এদিন মোট ৭২৫ জন আংসদ উপরাষ্ট্রপতি নির্বাচনে অংশগ্রহণ করেন। তবে ভোট দেন টিএমসি সাংসদ শিশির অধিকারী এবং দিব্যেন্দু অধিকারী।

কেন দুই টিএমসি সাংসদ ধনখড়কে ভোট দিলেন তাও চর্চিত। মনে করা হচ্ছে দুজনেই টিএমসির নেত্রী মমতাকে অবজ্ঞা করার বার্তা দিলেন। সাংসদ শিশির অধিকারী বিজেপিতে যোগ দিলেও তিনি তৃ়ণমূলের হয়েই সংসদে এসেছেন। তাঁর পুত্র দিব্রেন্দু়ও খাতায় কলমে তৃণমূলের। শিশিরবাবুর অপর পুত্র শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা ও বিজেপি বিধায়ক।

Advertisements

উপরাষ্ট্রপতি পদের ভোটে বিরোধীদের প্রার্থী মার্গারেট আলভাকে সমর্থন করে কংগ্রেস, ডিএমকে, আরজেডি, এনসিপি, সমাজবাদী পার্টি, বামেরাও এগিয়ে এসেছে সমর্থনে।সমর্থনে এগিয়ে এসেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতি, আম আদমি পার্টি শিবসেনার তরফে উদ্ধব ঠাকরে সমর্থকরা সমর্থন করেছে মার্গারেট আলভাকে।

Advertisements