ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ নকশাল

Naxalite Encounter: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ নকশাল। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুর জেলায়। Advertisements শনিবার সকাল ৯টা নাগাদ ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের মধ্যে জঙ্গলে…

Naxalite Encounter: নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৩ নকশাল। ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের বিজাপুর জেলায়।

Advertisements

শনিবার সকাল ৯টা নাগাদ ইন্দ্রাবতী ন্যাশনাল পার্কের মধ্যে জঙ্গলে শুরু হয় গুলির লড়াই। নিরাপত্তা কর্মীদের যৌথ দলের নকশাল-দমন অভিযানের সময় শুরু হয় এই লড়াই। এমনটা জানিয়েছেন বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক সুন্দররাজ পি।

   

সুন্দররাজ জানিয়েছেন যে বিজাপুর ও দান্তেওয়াড়া জেলার ডিস্ট্রিক্ট রিজার্ভ গার্ড (ডিআরজি), স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ), কোব্রার ২০২তম এবং ২১০তম ব্যাটালিয়ন (কমান্ডো ব্যাটালিয়ন ফর রেজোলিউট অ্যাকশন — সিআরপিএফের একটি অভিজাত ইউনিট) এই অভিযানে জড়িত ছিলেন। ডিআরজি হল রাজ্য পুলিশের একটি ইউনিট।

ঘটনাস্থলে পাওয়া গিয়েছে ৩ নকশালের মৃতদেহ। এছাড়াও ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। শনিবার দুপুরে শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও অপারেশন চলছে।

শনিবারের অপারেশন নিয়ে, এই বছরে এখনও পর্যন্ত ছত্তিসগড়ে বিভিন্ন এনকাইন্টারে ১৩৮ জন নকশালকে গুলি করে মারা হয়েছে। এর মধ্যে ১২২ জন এর মধ্যে, বিজাপুর সহ সাতটি জেলা নিয়ে গঠিত বাস্তার বিভাগে ১২২ জনকে নিকেশ করা হয়।