শিয়রে লোকসভা নির্বাচন। বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের প্রচারপর্ব নিয়ে বেশ ব্যস্ত। কিন্তু তারইমধ্যে এক অন্য মুডে ধরা দিলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। প্রবীণ এই রাজনীতিককে দেখা গেল সুরের জগতে ভাসতে। অবাক হচ্ছেন? কিন্তু এমনটাই ঘটেছে।
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল একটি ভিডিও। সেই ভিডিওতে দেখা গিয়েছে, ন্যাশনাল কনফারেন্স প্রধান ফারুক আবদুল্লাহ মেতে রয়েছেন রামভজনে। লোকসভা নির্বাচনের আগে সবাই যখন প্রচারে ব্যস্ত তখন তিনি এমন হালকা মেজাজেই ধরা দিলেন। কারণ, এবার লোকসভা নির্বাচনে তিনি যে প্রতিদ্বন্দিতা করছেন না তা আগেই জানিয়ে দিয়েছিলেন ফারুক পুত্র ওমর আবদুল্লাহ।
আরও পড়ুন: “কাশ্মীরি পণ্ডিতদের দুরবস্থার জন্য দায়ী হলে আমাকে ফাঁসি দেওয়া হোক”, বললেন ফারুক আবদুল্লা
ভাইরাল এই ভিডিওয় দেখা গিয়েছে একমনে ‘ঢুন্ডো মোরে রাম’ গাইছেন ফারুক। জানা গিয়েছে, জম্মু ও কাশ্মীরের কাটরায় এক অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন তিনি। আর সেখানেই তাঁর কণ্ঠে শোনা যায় এই গান। প্রাক্তন মুখ্যমন্ত্রীর কণ্ঠে ভজন শুনে অনেকেই অবাক, কেউবা প্রশংসায় পঞ্চমুখ।
Katra: Jammu & Kashmir National Conference leader Farooq Abdullah sings Ram Bhajan. pic.twitter.com/FhHb710R65
— IANS (@ians_india) April 5, 2024
প্রসঙ্গত, রাজনীতির ময়দানে ফারুক আবদুল্লাহ এক অতি সুপরিচিত নাম। বিশেষ করে ভূস্বর্গের রাজনীতিতে টো বটেই। ১৯৮০ সাল থেকে ২০১৯ পর্যন্ত মোট চারবার শ্রীনগর থেকে সাংসদ হয়েছেন তিনি। ২০০২ এবং ২০০৯ সালে রাজ্যসভার সাংসদ হন। এছাড়াও দীর্ঘ সময় তিনি এখানকার মুখ্যমন্ত্রী ছিলেন। তবে আসন্ন লোকসভা নির্বাচনে এবার লড়ছেন না তিনি।