নয়াদিল্লি: কখনও যদি রাজনৈতিক ব্যক্তিত্বদের ফ্যাশন শো হয় তাতে নরেন্দ্র মোদীই (Narendra Modi) সকলের নজর কাড়বেন, বলে দাবী বলিউড কুইন তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানাওতের (Kangana Ranaut)। দিল্লির একটি ফ্যাশন শো-তে কঙ্গনাকে প্রশ্ন করা হয়, রাজনীতির জগতে ফ্যাশন শো হলে কে জিতবেন বলে আপনার মনে হয়? মৃদু হেসে কঙ্গনার জবাব, “নরেন্দ্র মোদী। ওনার দুর্দান্ত স্টাইল। শুধুমাত্র ওনার ওয়ারড্রব নয়, ওনার ব্যক্তিত্বই নজর কাড়ার মত।”
এরপর নরেন্দ্র মোদীর ব্যক্তিত্বের ভূয়সী প্রশংসা করে কঙ্গনা বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) কেবলমাত্র রাজনীতি নয়, পাশাপাশি সামাজিক দিক থেকেও উনি খুব সচেতন। ভারতের সংস্কৃতি, শিল্প এবং ভারতবাসীর বিষয়ে উনি খুব যত্নশীল। তাই আমি মনে করি উনিই হবেন শো স্টপার”।
শুক্রবার রাতে দিল্লিতে আয়োজিত ফ্যাশন শো-তে শো স্টপারের খেতাব জিতেছেন কঙ্গনা (Kangana Ranaut)। ডিজাইনার রাহুলের ‘রাবতা’ কালেকশনের গহনায় দর্শক এবং বিচারকদের অভিভূত করেছেন বলিউড কুইন। জমকালো কারুকাজ করা রুপোলী রঙের শাড়ির সঙ্গে সোনা এবং মুক্তর গহনায় সেজেছিলেন কঙ্গনা। উঁচু করে খোঁপা করা চুলেও শোভা পাচ্ছিল মুক্ত এবং স্বর্ণের সাজ।
মধুর ভান্ডারকরের “ফ্যাশন” ছবির নায়িকা কঙ্গনা রিল লাইফেও একাধিক ফ্যাশন শো-এর শো স্টপার থেকেছেন। ২০২২ সালেই ল্যাকমে ইন্ডিয়ার ফ্যাশন ইউকে খাদি ইন্ডিয়ার সাদা জামদানী শাড়িতে অনন্যা দেখাচ্ছিল তাঁকে। ডিজাইনার বরুন চাক্কিলামের লেহেঙ্গাতেও চমৎকার দেখাচ্ছিল তাঁকে।
সমাজমাধ্যম হোক বা সংবাদমাধ্যম, বিতর্কিত মন্তব্যের জন্য রাজনৈতিক তোলপাড় জুড়ে সংবাদ শিরোনামে থাকলেও অভিনেত্রীর দক্ষতা এবং ব্যক্তিত্বের জন্য প্রশংসা কুড়িয়ে আসছেন তিনি। সম্প্রতি জাতীয় পুরস্কারেও সম্মানিত হয়েছেন কঙ্গনা রানাওত।
হলিউডে পা রাখতে চলেছেন কঙ্গনা
বলিউড কুইন এবার পাড়ি দিতে চলেছেন হলিউডেও। ভৌতিক ছবি ‘ব্লেসড বি দ্য ইভিল’-এর মাধ্যমে হলিউড জগতে পা রাখতে চলেছেন তিনি।