হাফ ছেড়ে বাঁচার তাগিদ! রেকর্ড গড়ে মন্ত্রিত্ব পেয়েও ছাড়ার আর্জি মোদীর প্রিয়পাত্রের

narendra-modi-suresh-gopi-actor-mp-contemplates-exiting-minister-role-to-reprise-film-career-soon-after-swearing-in

মন্ত্রী হিসেবে শপথ (Narendra Modi) নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মোহভঙ্গ! মন্ত্রিত্ব থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন কেরলের প্রথম এবং একমাত্র বিজেপি সাংসদ সুরেশ গোপী। শপথগ্রহণ অনুষ্ঠানের পর নয়াদিল্লিতে একটি মলয়ালম নিউজ চ্যানেলের সঙ্গে কথা বলেন সুরেশ গোপী। তিনি বলেন, আমি মোদী বা দলের কাছে মন্ত্রী পদ চাইনি। আমি আশা করি, এনডিএ (Narendra Modi) আমাকে শীঘ্রই সরিয়ে দেবে।

Advertisements

ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) প্রধান নরেন্দ্র মোদী ৯ জুন তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাঁর সঙ্গে মোট ৭২ জন সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী পদে শপথ নিয়েছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হিসেবে বিজেপি সাংসদ সুরেশ গোপীও শপথ নেন। কিন্তু শপথ নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে কী এমন হল যে তিনি মন্ত্রিত্ব ছাড়তে চাইছেন?

সুরেশ গোপীকে মন্ত্রিত্ব ছাড়ার কারণ জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘কয়েকটি সিনেমার কাজ করার জন্য আমি চুক্তিবদ্ধ হয়েছি। সেগুলিই করতে চাই। আমি আমার নির্বাচনী এলাকা ত্রিশুর থেকে সাংসদ হিসেবে কাজ চালিয়ে যাব।’ ত্রিশূরের বিজেপি সাংসদ সুরেশ গোপী সিপিএম প্রার্থী ভিএস সুনীল কুমারকে ৭৪ হাজার ৬৮৬ ভোটে পরাজিত করেন।

মানিকতলা উপনির্বাচনে কে হচ্ছেন তৃণমূল প্রার্থী? একাধিক নাম নিয়ে শুরু জল্পনা

সুরেশ গোপী বলেন, ‘আমি শুধু সাংসদ হিসেবে কাজ চালিয়ে যেতে চাই। দলের নেতাদের কাছে মন্ত্রিত্ব চাইওনি। আশা করি শীঘ্রই এই সমস্যার সমাধান হবে। আমি ত্রিশূরের ভোটারদের কষ্ট পেতে দেব না। নির্বাচনী এলাকায় মনপ্রাণ দিয়ে কাজ করব। ভোটারদের সঙ্গে আমি কোনওভাবেই প্রতারণা করতে পারব না। তাই আমি মন্ত্রীর পদে থাকতে পারব না। আমি সিনেমা করতে চাই।

Advertisements

ত্রিশূর থেকে লোকসভা নির্বাচনে জয়ী হয়েছেন সুরেশ গোপী। ২০১৯ সালে এই আসনে জিতেছিল কংগ্রেস। এ বছর এই কেন্দ্রে ধুয়েমুছে সাফ হয়ে গিয়েছে কংগ্রেস। দ্বিতীয় স্থানে রয়েছে সিপিএম প্রার্থী। লোকসভার সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার আগে সুরেশ গোপী রাজ্যসভার সদস্য ছিলেন। তিনি ২০১৬ সাল থেকে ২০২২ সাল পর্যন্ত রাজ্যসভার সদস্য ছিলেন।

মসনদে বসেই প্রতিশ্রুতিপূরণ! কৃষকদের ২০০০০ কোটি দিচ্ছে মোদী সরকার

সুরেশ গোপী কেরলের আলাপ্পুঝার বাসিন্দা। তিনি কোল্লাম থেকে স্নাতকোত্তর পাস করেন। সুরেশ অল্প বয়স থেকেই মলয়ালম সিনেমায় অভিনয় শুরু করেন। ১৯৯৮ সালের কালিয়াত্তম সিনেমায় অভিনয়ের জন্য তিনি জাতীয় পুরস্কারে ভূষিত হন। এছাড়াও তিনি গত কয়েক বছর ধরে কয়েকটি টিভি শো হোস্ট করছেন। আপাতত কেন্দ্রীয় মন্ত্রকের চেয়ে চলচ্চিত্রকে অগ্রাধিকার দিচ্ছেন তিনি।