রাহুলকে ‘জাত তুলে’ কটাক্ষ অনুরাগের! ভরপুর বাহবা মোদীর

গত মঙ্গলবার সংসদ কক্ষে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন অনুরাগ ঠাকুর। সেই ‘কটাক্ষ’কে ভরপুর সমর্থন করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তিনি সমাজমাধ্যকে সাংসদ কক্ষের তর্কবিতর্কের ভিডিও…

গত মঙ্গলবার সংসদ কক্ষে রাহুল গান্ধীকে কটাক্ষ করেছিলেন অনুরাগ ঠাকুর। সেই ‘কটাক্ষ’কে ভরপুর সমর্থন করলেন প্রধানমন্ত্রী মোদী (Narendra Modi)। তিনি সমাজমাধ্যকে সাংসদ কক্ষের তর্কবিতর্কের ভিডিও পোস্ট করে বাহবা দিলেন বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরকে বাহবা দিলেন মোদী। তিনি এও লিখলেন যে তাঁর এই ভাষণ সকলের শোনা উচিত। প্রসঙ্গত বাজেট নিয়ে বক্তব্য রাখার সময় তিনি রাহুল গান্ধীকে পরোক্ষভাবে ‘জাত’ তুলে কটাক্ষ করেন শুধু তাই নয় মহাভারতের প্রসঙ্গ তুলেও কথা বলেন তিনি।

   

জাতগণনা ইস্যুতে কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে উদ্দেশ্য করে বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুরের মন্তব্য ঘিরে মঙ্গলবার উত্তাল হয় লোকসভা। এদিন তাঁকে রাহুল গান্ধীকে কটাক্ষ করে অনুরাগকে বলতে শোনা যায়, ‘যাঁর জাত জানা নেই, তিনিই জাতগণনার কথা বলছেন!’ এই কথার পাল্টা বলেন রাহুলও, ‘ এটা আমাকে গালি দেওয়া হল, এটা আমাকে অপমান করা হল। আপনি আমাকে যত খুশি অপমান করতে পারেন। যে কেউই এই দেশে দলিত, আদিবাসীদের কথা বলেন, যাঁরাই তাঁদের জন্য লড়েন, তাঁরা গালি খান। এই সব গালি আমি খুশি হয়ে খাব….। কিন্তু আপনার ভুলে যাওয়া উচিত নয় যে আমরা সংসদে জাতগণনা বিল পাস করব।’

শখ-স্বপ্নের অনন্য অনুভূতি, এবার ভিসা ছাড়াই যেতে পারবেন কোন কোন দেশে?

এখানেই শেষ নয়, অনুরাগ আরও কটাক্ষ করে বলেন যে কিছু মানুষ আছে যারা হঠাৎ করে হিন্দু হয়ে গিয়েছে। শুধু তাই নয় তাঁদের মহাভারত সম্বন্ধেও কম জ্ঞান আছে। মোদী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লেখেন যে, আমার তরুণ সহকর্মীর বক্তব্য শুনুন সকলে। তিনি কত সুন্দর করে তথ্য এবং যুক্তি দিয়ে ইন্ডি জোটের নোংরা রাজনীতি সকলের কাছে ফাঁস করে দিলেন। অন্যদিকে সাংসদে মহাভারতে বর্ণিত কাহিনী তুলে ধরেন রাহুল। বলেম, ‘মহাভারতের অর্জুনের মতো, আমি শুধু মাছের চোখ দেখতে পারি। আমরা জাতগণনা করাবই। আপনি যত খুশি আমাকে গালি দিতে পারেন।’