Narendra Modi: ‘উনি টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা দেন’, মোদীকে খোঁচা মমতার

‘টেলিপ্রম্পটার’ নিয়ে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার ফরাক্কার সভা থেকে মমতা বলেন, উনি এলে সামনে টেলিপ্রম্পটার থাকে। ওটা…

Mamata-Modi

‘টেলিপ্রম্পটার’ নিয়ে প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদীকে (Narendra Modi) কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বুধবার ফরাক্কার সভা থেকে মমতা বলেন, উনি এলে সামনে টেলিপ্রম্পটার থাকে। ওটা দেখেই সব কিছু বলেন। কিছুই নিজে থেকে বলেন না। বলে রাখা ভালো, বাংলায় ভোটপ্রচারে এসে প্রায় প্রতিটি জনসভাতেই হিন্দিতে বক্তব্য রাখার ফাঁকে বাংলায় কয়েক লাইন বলছেন মোদী।

এবারের লোকসভা ভোটের প্রচারের শুরুতেই ‘টেলিপ্রম্পটার’ ইস্যুতে মোদীকে খোঁচা দেন মমতা। কোচবিহারের জনসভা থেকে তৃণমূল সুপ্রিমো বলেছিলেন, চার লাইন বাংলা বলতাসে, কী সুন্দর বাংলা কয়! তা নয়, ওটা লেখা থাকে। আমার এখানে হালকা রংয়ের একটি মাইক থাকে। তার মধ্যে লেখা থাকে পুরো। আপনার দেখতে পাবেন না। এই সিস্টেম আমেরিকায় চালু আছে।

   

প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার সময় পোডিয়ামের পাশে বেশির ভাগ সময় টেলিপ্রম্পটার রাখা থাকে। এই টেলিপ্রম্পটার নিয়ে আগেও আলোচনা হয়েছে সংবাদমাধ্যমে। এছাড়া কোনও রাজ্যে সভা করতে গেলে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই রাজ্যের স্থানীয় ভাষায় বেশ কয়েকটি বাক্য বলে থাকেন।

টেলিপ্রম্পটার নিয়ে এর আগেও মোদীকে আক্রমণ করেছেন মমতা। তিনি বলেন, টেলিপ্রম্পটার দেখে বক্তৃতা করার প্রয়োজন পড়ে না আমার। গুজরাতি হরফে বাংলা লিখে টেলিপ্রম্পটার দেখে বললেই বাঙালি হওয়া যায় না। আমি অন্তত ১৫টি ভাষা জানি। আমি হিন্দি জানি, আমি উর্দু জানি, আমি গোর্খা জানি, আমি নেপালি জানি। তাই বলে এটা নিয়ে আমি কখনও গর্ব করি না।

বুধবার ফরাক্কায় জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে ইভিএম নিয়েও সরব হন তিনি। বলেন, ভোটের পর কমিশন জানিয়েছিল, কত শতাংশ ভোট পড়েছে প্রথম দুই দফায়। মঙ্গলবার কমিশন ভোটদানের চূড়ান্ত হার প্রকাশ করে। বিজেপির ভোট যেখানে কম, সেখানে ভোট বাড়িয়ে দেওয়া হয়েছে। ইভিএম নিয়ে সন্দেহ রয়েছে, মানুষের সন্দেহ দূর করুন।

ইভিএম কারা বানিয়েছে, এদিনের সভা থেকে সেই প্রশ্নও তোলেন মমতা। ফরাক্কার সভা থেকে তিনি বলেন, রাতারাতি ভোটের হার বেড়ে গেল। ইভিএম কারা বানিয়েছে, তা দেখা হোক। কীভাবেই বা ভোটের সংখ্যাটা বাড়ল, আমরা তা জানতে চাই। বিজেপির কমিশন নয়, নিরপেক্ষ কমিশন হন।

প্রসঙ্গত, দেশজুড়ে এবার সাত দফায় লোকসভা নির্বাচন হচ্ছে। ১৯ এপ্রিল এবং ২৬ এপ্রিল, দু’দফার ভোট ইতিমধ্যেই সমাপ্ত হয়েছে। তৃতীয় ধাপে ৭ মে, চতুর্থ ধাপে ১৩ মে, পঞ্চম ধাপে ২০ মে, ষষ্ঠ ধাপে ২৫ মে এবং সপ্তম ধাপে ১ জুন ভোটগ্রহণ হবে। নির্বাচন প্রক্রিয়া চলবে মোট ৪৩ দিন। আগামী ৪ জুন ভোটের ফলাফল ঘোষণা করা হবে।