যতই লোকসভা ভোট এগিয়ে আসছে, ততই ভোটের পারদ তরতর করে চড়ছে। ভোটের মুখে লোকসভা ভোটে প্রার্থীরা নিজেদের প্রতিশ্রুতি তুলে ধরেছেন, কেউবা কাজের খতিয়ান দিচ্ছেন। তবে এইবার লোকসভা ভোটের প্রাক্কালে নিজেকে ‘ ঈশ্বর প্রদত্ত’ বলে উল্লেখ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিজের নেতৃত্ব দেওয়ার ক্ষমটাকে ঈশ্বর প্রদত্ত বলে মনে করেন তিনি। তাঁর মনসংযোগ খুবই অটুট বলে দাবি করেন তিনি।
একটি সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি তাঁর নেতৃত্ব দেওয়ার ক্ষমতা প্রসঙ্গে এই মন্তব্য করেন। তিনি জানান, ”কাজের প্রতি আমি নিবেদিতপ্রাণ।” এখানেই শেষ নয়, তিনি বলেন কোনও ফোন কল, মেসেজ তাঁকে কখনই মনোসংযোগ থেকে সরাতে পারে না। এই ক্ষমতাকেই ‘ঈশ্বরের দেওয়া’ বলে মনে করেন তিনি। প্রধানমন্ত্রী এও বলেন, ”নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ সকলের কথা খুব মনোযোগ দিয়ে আগে শোনা। আমার এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতাটি রয়েছে।”
তিনি এই বিষয়ে আরও বলেন যে,” আমি প্রয়োজনে অনেকক্ষণ ধরে কোনও কাজ খুঁটিয়ে দেখি এবং কীভাবে কাজটি করা যেতে পারে তা নিয়ে ভেবে যাই।” মুখ্যমন্ত্রী থাকাকালীন এবং প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি সবসময়ই মানুষের ইমোশন বোঝার চেষ্টা করতেন বলে জানান। মোদি বলেন,”আমি প্রতি মাসে হাজার হাজার চিঠি পেতেন। চেষ্টা করতাম বেশিরভাগ চিঠি নিজে পড়তে। যাতে মানুষ কী চাইছে, কী ভাবছে তা তিনি বুঝতে পারি।