নয়াদিল্লি: শুল্ক-বৃদ্ধিকে কেন্দ্র করে ভারত-আমেরিকা চাপানউতোরের মাঝে একে অপরের বন্ধুত্বকে সম্মান জানালেন মোদী এবং ট্রাম্প। “চিনের কাছে ভারতকে হারালাম” বয়ানের পরেই মোদীর সঙ্গে বন্ধুত্ব ‘অটুট’-এর বার্তা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের বন্ধুত্বের পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদী। শনিবার নিজের এক্স-হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, “ডোনাল্ড ট্রাম্পের আবেগকে স্বাগত জানাই এবং গভীরভাবে সম্মান করি”।
ভারতীয় পণ্যের উপর আমেরিকা ৫০% চড়া শুল্ক বসানোর আবহেও নরেন্দ্র মোদী বলেন, “গ্লোবাল স্ট্র্যাটেজিক পার্টনারশিপের দিকে ইতিবাচক দৃষ্টি রাখছে ভারত এবং আমেরিকা”। শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে তিয়ানজিনে হওয়া মোদী-পুতিন-জিনপিং সাক্ষাতের একটি ছবি পোস্ট করে লেখেন, “চিনের অতল অন্ধকারে ভারত-রাশিয়াকে হারালাম”। সেই পোস্টের ২৪ ঘণ্টার মধ্যেই তিনি ফের বলেন, “ভারতের সঙ্গে আমেরিকার বিশেষ সম্পর্ক” রয়েছে।
সেইসঙ্গে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বন্ধুত্ব সর্বদা অটুট বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট। তবে রাশিয়ার থেকে ভারতের তেল কেনা নিয়ে ক্ষুব্ধ হওয়া সত্ত্বেও “চিন্তার কোনও কারণ নেই” বলেন ট্রাম্প। বলা বাহুল্য, গত ২৭ আগস্ট ভারতীয় পণ্যের উপর দ্বিগুণ শুল্ক বসানোয় তার প্রভাব পড়েছে ভারতীয় বাজারে। বিশ্বের প্রায় ৪০ টি দেশে বিকল্প ভাজার ধরার তোড়জোড় শুরু করেছে ভারত। পোশাক, চর্মশিল্পের উৎপাদনকারীরা ইতিমধ্যেই উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছেন।
রাশিয়ার থেকে বিপুল পরিমাণ অপরিশিধিত তেল কেনার শাস্তিতে ট্রাম্প ৫০% শুল্ক বসালেও শুল্ক ত্রাসে আমেরিকার কাছে মাথা নত করতে নারাজ ভারত। উল্টে রাশিয়া, চিন, জাপানের মত বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলির সঙ্গে সম্পর্ক দৃঢ় করাতেই মনোযোগ দেয় ভারত। চিনের তিয়ানজিনে অনুষ্ঠিত এসসিও বৈঠকে জিনপিং-পুতিনের সঙ্গে সখ্যতার মাধ্যমে ট্রাম্পকেই বার্তা দিতে চেয়েছিলেন মোদী বলে মত রাজনীতিকদের।
এই আবহে ট্রাম্পের গলায় এক এক সময় এক এক সুর শোনা গিয়েছে। কখনও হুমকি তো কখনও ব্যঙ্গ। রাশিয়ার, চিনের সঙ্গে সখ্যতা নিয়ে সুর চড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তবে ভারতের তরিফ থেকে কোনও পাল্টা জবাব দেওয়া হয়নি। এবার মিত্রতার বার্তায় ট্রাম্পকে জবাব দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।