পিছিয়ে গেল মোদীর শপথ, শনিবারের বদলে কবে?

রবিবার স্থির থাকলেও মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান একদিন আগিয়ে আনা হয়েছিল। নিমন্ত্রণও করা হয় দেশি, বিদেশি অভ্যাগতদের। কিন্তু তারপরও ফের পিছল শপথের অনুষ্ঠান। শনিবার নয়, রবিবারই…

Narendra Modi may take oath as Prime Minister on Sunday instead of Saturday, রবিবার ৯ জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী

রবিবার স্থির থাকলেও মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান একদিন আগিয়ে আনা হয়েছিল। নিমন্ত্রণও করা হয় দেশি, বিদেশি অভ্যাগতদের। কিন্তু তারপরও ফের পিছল শপথের অনুষ্ঠান। শনিবার নয়, রবিবারই (৯ জুন) তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে শপথ নেবেন নরেন্দ্র মোদী। বিজেপি সূত্রে খবর এমনটাই।

এখনও পর্যন্ত শপথের দিন ও সময় নিয়ে পর্যালোচনা চলছে। কারণ বিদেশি অতিথিদের নির্ঘণ্ট নিয়ে চুলচেরা বিচার চলছে। এমনকী সন্ধ্যার জায়গায় সকালেই সেরে ফেলা হতে পারে শপথ পর্ব। কারণ অনেক বিদেশি অতিথিই রবিবার সন্ধ্যার মধ্যে ফিরতে আগ্রহী বলে জানা গিয়েছে।

   

বুধবারই রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন মোদী। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও মন্ত্রী পরিষদের পদত্যাগ গ্রহণ করেন। সঙ্গে নতুন সরকার দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তাঁকে ওই পদে বহাল থাকার আহ্বান জানান।

Agniveer: অগ্নিবীর প্রকল্পের পুনর্বিবেচনার দাবি, নীতীশ কিংমেকার হতেই চাপের ‘খেলা’য় জেডিইউ নেতা

রাষ্ট্রপতিকে পদত্যাগপত্র দেওয়ার আগে তেলেগু দেশম পার্টি (টিডিপি) সুপ্রিমো চন্দ্রবাবু নাইডু এবং জেডুইউ প্রধান নীতীশ কুমার এনডিএ বৈঠকে বিজেপিকে সমর্থনের কথা লিখিতভাবে জানান। মোদীর শপথে হাজির থাকার জন্য তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পদে চন্দ্রবাবুর শপথের অনুষ্ঠান একদিন পিছিয়ে দেওয়া হয়। চন্দ্রবাবু নাইডু ১২ জুন মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন।

মোদীর শপথের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের। পড়শি দুই দেশের রাষ্ট্রপ্রধানকে ফোন করে শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদী নিজেই।

ভোটের ফলের পোস্ট মর্টেম পদ্মশিবিরের

জানা গিয়েছে, ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল প্রচণ্ড এবং মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ শপথগ্রহণ অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়েছেন।

২০১৯ সালে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে শপথ নেন ২৪ জন পূর্ণমন্ত্রী এবং ৯ জন প্রতিমন্ত্রী। এবারে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তাই মোদীর মন্ত্রিসভায় এ বার গুরুত্বপূর্ণ দায়িত্বে দেখা যেতে পারে টিডিপি এবং জেডিইউ-র একাধিক সাংসদকে। ঠাঁই মিলবে এনডিএ-র অন্যান্য শরিকদেরও।