মোদী জমানায় যুদ্ধাস্ত্র রফতানিতে বিরাট লাফ! এশিয়া-আফ্রিকায় বাড়ছে অস্ত্র সরবরাহ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সমরাস্ত্র আমদানিতে স্বনির্ভরতা বাড়ানোয় জোর দিয়েছিলেন। তার ওপর ভিত্তি করেই আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু করে ভারত সরকার। গত কয়েকবছরে অস্ত্র…

India made weapond exports rise in last one decade

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) সমরাস্ত্র আমদানিতে স্বনির্ভরতা বাড়ানোয় জোর দিয়েছিলেন। তার ওপর ভিত্তি করেই আত্মনির্ভর ভারত প্রকল্প শুরু করে ভারত সরকার। গত কয়েকবছরে অস্ত্র তৈরির প্রতিযোগীতায় ভারত একটি জায়গা করে নিয়েছে। সম্প্রতি একটি রিপোর্টে সেই ছবিই ফুটে উঠেছে।

আরজি কর কাণ্ডে পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ, নির্যাতিতার ময়নাতদন্তের রিপোর্ট চাইলেন প্রধান বিচারপতি

   

গত এক দশকে অস্ত্র এবং প্রতিরক্ষা সরঞ্জাম রফতানি প্রায় ৩০ গুণ বাড়িয়েছে ভারত। ২০১৪ সাল থেকে চলতি অর্থবর্ষ পর্যন্ত পরিসংখ্যান পর্যালোচনা করে এই তথ্য উঠে এসেছে। প্রতিরক্ষা মন্ত্রকের তথ্য জানাচ্ছে ২০২৪-২৫ সালের প্রথম ত্রৈমাসিকে রফতানি প্রায় ৭৮ শতাংশ বেড়েছে। এপ্রিল-জুন মাসে প্রতিরক্ষা রফতানি বেড়ে ৬ হাজার ৯১৫ কোটি টাকা হয়েছে। আগের অর্থবর্ষের (২০২৩-২৪) প্রথম ত্রৈমাসিকে যা ছিল ৩ হাজার ৮৮৫ কোটি টাকা।

বন্যায় ত্রিপুরা-বাংলাদেশ ডুবছে, এপারে পানীয় জল সংকট-ওপারে ‘পানি চাই’ হাহাকার

ভারতের লক্ষ্য ২০২৪-২৫ অর্থবর্ষে প্রতিরক্ষা রফতানির অঙ্ক ৩৫ হাজার কোটি টাকায় নিয়ে যাওয়া। টাটা, মাহিন্দ্রা বা কল্যাণী গ্রুপের মতো শিল্পগোষ্ঠীর হাত ধরে প্রতিরক্ষা উৎপাদনে বেসরকারি বিনিয়োগের জোয়ার এলেও রফতানির ক্ষেত্রে শীর্ষস্থানে রয়েছে বেঙ্গালুরুর সংস্থা ইন্দো-এমআইএম। যার অন্যতম অংশীদার আমেরিকার সংস্থা এমআইএম।

এয়ার ইন্ডিয়ার বিমানে বোমা! তিরুঅনন্তপুরম বিমানবন্দরে হুলস্থুল কাণ্ড

সেনা সূত্রে খবর, মূলত আফ্রিকা, পশ্চিম এশিয়া, মধ্য এশিয়া এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলি ভারতীয় অস্ত্রের ক্রেতা। ফিলিপিন্সের সঙ্গে সম্প্রতি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি করেছে ভারত। আর্মেনিয়ার সঙ্গে যুদ্ধ হেলিকপ্টার-সহ নানা অস্ত্র বিক্রির সমঝোতা হয়েছে। এই অঞ্চলগুলিতে ভারত নিজের কৌশলগত ও কূটনৈতিক স্বার্থের কারণেই অস্ত্র রফতানিতে জোর দিতে চাইছে, এমনটাই মনে করছে কূটনৈতিকমহল।