ক’দিন পর মহারাষ্ট্রে ভোট, মোদীর উদ্বোধন করা শিবাজী মূর্তির ভাঙায় চাপে বিজেপি

গতবছর মধ্যপ্রদেশের মহাকাল করিডরের পুনরাবৃত্তি হল মহারাষ্ট্র্। মধ্যপ্রদেশের বিখ্যাত শিবমন্দিরে বহু মূর্তি ভেঙে পড়ায় কাঠগোড়ায় দাঁড়িয়েছিল শিবরাজ সিং চৌহানের সরকার। নির্মাণে ব্যাপক দুর্নীতির কারণেই মহাকাল…

Narendra Modi inagurated Shivaji Statue fall down sparks controversy

গতবছর মধ্যপ্রদেশের মহাকাল করিডরের পুনরাবৃত্তি হল মহারাষ্ট্র্। মধ্যপ্রদেশের বিখ্যাত শিবমন্দিরে বহু মূর্তি ভেঙে পড়ায় কাঠগোড়ায় দাঁড়িয়েছিল শিবরাজ সিং চৌহানের সরকার। নির্মাণে ব্যাপক দুর্নীতির কারণেই মহাকাল করিডরের মূর্তি ভেঙে পড়ে। এমন অভিযোগ তুলেই সড়ক হয়েছিল বিরোধীরা। যার ফলে ভোটের আগে মুখ পুড়তে হয়েছিল বিজেপি সরকারের।এবারও সে মূর্তি ভাঙার পুনরাবৃত্তি হল মহারাষ্ট্র।

বিজেপির ডাকা বুধবারের বনধ রুখতে মরিয়া নবান্ন, জারি গুচ্ছ নির্দেশিকা

   

গত বছর তৈরি করা বহু প্রতীক্ষিত মহারাজা শিবাজীর মূর্তি ভেঙে পড়ল । মাত্র কয়েক মাস আগেই এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর এবার সে মূর্তি ভেঙে পড়ায় স্বাভাবিকভাবেই রাজনীতির আঁচ লেগেছে। নির্মাণের দুর্নীতির অভিযোগ তুলে ফের হয়েছে কংগ্রেস সহ বিরোধীরা।

মাত্র আট মাস। তার মধ্যেই হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে শিবাজি মহারাজের ৩৫ ফুটের মূর্তি। মহারাষ্ট্রে সিন্ধুদুর্গ জেলার দুর্গের সেই মূর্তি কেন ভাঙল, তা নিয়ে চর্চা শুরু হয়ে গিয়েছে। পূর্ত দফতরের তরফে ইতিমধ্যেই ঘটনার এফআইআর দায়ের হয়েছে থানায়। সেই অভিযোগপত্রে দাবি করা হয়েছে, নিম্নমানের দ্রব্য দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটি। পাশাপাশি ওই মূর্তিতে যে নাট বল্টু ব্যবহার করা হয়েছিল, তাতে মরচে পড়ে গিয়েছিল। যার ফলে দুর্ঘটনা ঘটেছে।

আন্দোলন চলুক কিন্তু রাজনীতি যেন না হয়, নবান্ন অভিযানে নজর রেখে আর্তি নির্যাতিতার পরিবারের

শিবাজীর মূর্তি ভেঙে পড়ার জন্য প্রবল হাওয়াকে দায়ী করেছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তাঁর দাবি, দুর্ঘটনার সময় প্রতি ঘণ্টায় ৪৫ কিলোমিটার বেগে হাওয়া বইছিল। যদিও সরকারের গাফিলতির অভিযোগ তুলে সরব বিরোধীরা। 

Arjun Singh: কোন রাজনৈতিক অভিযান নয়, তবুও বিক্ষোভে সামিল অর্জুন, এল হুঁশিয়ারি

লোকসভা ভোটে ৪৮ আসনের মধ্যে ৩০ আসনে জিতেছে ‘ইন্ডিয়া’ জোট। যারফলে ভোটের অঙ্ক ও রাজনৈতিক জনসমর্থনের দিক থেকে এগিয়ে রয়েছে ‘ইন্ডিয়া’। তারমধ্যে চলতি বছরের শেষেই ২৮৮ আসনের বিধানসভা ভোট। লোকসভা ভোটের অনুপাতে এখনও পর্যন্ত অনুকূল অবস্থায় রয়েছে উদ্ধব ঠাকরের শিবসেনা সহ বিরোধী দলগুলি। এমন অবস্থায় বদলাপুর নাবালিকা ধর্ষণকাণ্ড নিয়ে এমনিতেই বেকায়দায় শিন্ডে প্রশাসন। তারমধ্যে শিবাজী মূর্তির পতন সেরাজ্যে বিজেপিকে  আরও বিপাকে ফেলবে বলেই মনে করছে রাজনৈতিক মহল।