চা চক্রে ভাবী মন্ত্রীদের কীসের টার্গেট দিলেন মোদী, সামনে এল বিরাট তথ্য

আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। তৃতীয়বারের দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেশবিদেশ থেকে আসতে চলেছেন বিভিন্ন অতিথিরা।…

narendra modi

আর কিছু সময়ের অপেক্ষা তারপরেই সেই মাহেন্দ্রক্ষণ। তৃতীয়বারের দিল্লির মসনদে বসতে চলেছেন নরেন্দ্র মোদী। নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। দেশবিদেশ থেকে আসতে চলেছেন বিভিন্ন অতিথিরা। রবিবার সকালে নতুন মন্ত্রী সভার সদস্যদের সঙ্গে চা চক্রে সাক্ষাৎ করেন নরেন্দ্র মোদী। শুধু তাই নয় আগামীদিনের জন্য তিনি বেঁধে দেন কিছু নির্দেশ।

৩০ মিনিটেই শেষ হবে শপথ! অনুষ্ঠানে আমন্ত্রিত থাকছে এই সাহসীরা

একটি সর্বভারতীয় সংবাদপত্রের খবর অনুসারে, এইদিন তিনি ভাবী মন্ত্রীদের আগামী ১০০ দিনের কাজের দিক নির্দেশ দেন। শুধু তাই নয়, তিনি সদ্য জয়ী প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যে, আগামী পাঁচ বছর কী করতে হবে সেই ব্যাপারে স্বচ্ছ ধারণা রাখতে হবে। ঠিক করতে হবে কী কী কাজ করা হবে। এছাড়াও তিনি জানান যে, ২০৪৭ সালের মধ্যে ভারতে একটি উন্নয়নশীল দেশে পরিণত করতে হবে। যে যে দপ্তরের কাজ বাকি আছে, সেগুলিকে জলদি শেষ করতেও নির্দেশ দেন তিনি।

Advertisements

এই চা চক্রে এদিন উপস্থিত ছিলেন ৪১ জন সম্ভাব্য মন্ত্রী। আমন্ত্রিত তালিকায় সবচেয়ে বেশি ভিড় দেখা গিয়েছে বিহার থেকে। উপস্থিত ছিলেন, বিহারের নব নির্বাচিত এলজেপি সাংসদ চিরাগ পাসওয়ান, হাম সাংসদ জিতেন রাম মাঝি, জেডিইউ-এর রামনাথ ঠাকুর, মুঙ্গেরের সাংসদ লালন সিং। এছাড়াও বিহারের বেগুসরাইয়ের বিজেপি সাংসদ গিরিরাজ সিং, জনার্দন সিং সিগ্রিওয়াল, কর্নাটকের জেডিএস নেতা কুমারস্বামী। এছাড়া ঝাড়খণ্ড থেকে নিশিকান্ত দুবে, বিষ্ণু দয়াল রাম এবং অন্নপূর্ণা দেবী। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল, বাংলা থেকে দুই মন্ত্রী পাচ্ছে দেশ। সুকান্ত মজুমদার এবং শান্তনু ঠাকুরকে মন্ত্রী করা হচ্ছে বলে জানা গিয়েছে।