মোদী ফিরতেই ধস চাকরির বাজারে! বড়সড় বিপর্যয়ের মুখে আইটি সেক্টর

   ‘অচ্ছে দিন’-এর ডাক (Naredra Modi) দিয়েছিলেন। ‘বিশ্বগুরু’ করে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন দেশকে। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর (Naredra Modi) প্রধানমন্ত্রিত্বের…

  

‘অচ্ছে দিন’-এর ডাক (Naredra Modi) দিয়েছিলেন। ‘বিশ্বগুরু’ করে তোলার স্বপ্ন দেখিয়েছিলেন দেশকে। বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতিও দিয়েছিলেন। কিন্তু নরেন্দ্র মোদীর (Naredra Modi) প্রধানমন্ত্রিত্বের ১০ বছর কেটে যাওয়ার পর কতটা এগিয়েছে দেশ? ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটঅয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি (ন্যাসকম)-এর সমীক্ষায় উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য।

ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব সফটঅয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানি (ন্যাসকম)-এর সমীক্ষা রিপোর্ট বলছে, আইটি তথা উচ্চ বেতনের নিয়োগ ক্ষেত্রে গত অর্থবর্ষের তুলনায় এবার ধস নামতে চলেছে। ২০২৩-২৪ আর্থিক বছরে তথ্য-প্রযুক্তিতে ২ লক্ষ ৭০ হাজার চাকরি হয়েছিল। ২০২৪-২৫ আর্থিক বছরে সেই সংখ্যাটা এক ধাক্কায় ৬০ হাজারে নেমে আসতে পারে।

   

২০২৪-২৫ আর্থিক বছরে প্রথম ত্রৈমাসিক শেষ হতে (এপ্রিল থেকে জুন) আর মাত্র হাতে গোনা কয়েকদিন বাকি। তিন মাসে নিয়োগের গড় থেকে যা উঠে এসেছে, তাতে এটা স্পষ্ট যে ন্যাসকমের রিপোর্টে যা বলা হয়েছে, তার সারবত্তা রয়েছে। ফলে তৃতীয় ইনিংসের সূচনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বেকারত্ব মোকাবিলা।

সামান্য বৃষ্টিতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ২৫ লক্ষের সেতু

সম্প্রতি তথ্য জানার অধিকার আইনে দেশের আইআইটিগুলির জানতে চেয়ে আরটিআই করেছিলেন আইআইটি কানপুরের প্রাক্তন ছাত্র ধীরাজ সিং। তাতেই জানা গিয়েছে, দেশের ২৩টি আইআইটিতে ক্যাম্পাসিংয়ের জন্য নথিভুক্তি করিয়েছিলেন ২১ হাজার ৫০০ পড়ুয়া। তার মধ্যে নিয়োগপত্র পেয়েছেন মাত্র ১৩ হাজার ৪১০ জন। অর্থাৎ, ৮ হাজার ৯০ জন চাকরি পাননি।

এখানেই শেষ নয়, ভারতকজুড়ে চাকরির মন্দার ছবি দেখে গুরুগ্রামের প্রথম সারির একটি ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট ইনস্টিটিউট একটি কোর্স স্থগিত করে দিয়েছে। ডেলয়েট সংস্থার সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সেই সমীক্ষা বলছে, ২০২৪ সালে ভারতে এমবিএ ছাত্রছাত্রীদের কর্মসংস্থান হলেও বেতন কমে যাবে ১০ থেকে ১৫ শতাংশ।

সিবিএসই দশম-দ্বাদশের পুনর্মূল্যায়নের ফলাফল ঘোষণা, রেজাল্ট জানুন এক ক্লিকে

এবারের লোকসভা ভোটেও ইস্যু হয়েছে বেকারত্ব এবং মূল্যবৃদ্ধি। বিরোধীরা তাদের প্রচারে এই দুই ইস্যুতে মোদী সরকারকে লাগাতার নিশানা করেছে। খোদ নীতি আয়োগ কয়েক বছর আগে তাদের রিপোর্টে বলেছিল, ৪৫ বছরের মধ্যে এমন বেকারত্ব দেখা যায়নি। এখন দেখার বেকারত্ব মোকাবিলায় কী পদক্ষেপ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।