
ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কর্ণাটক (Karnataka)। কর্ণাটকের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকার জনপ্রিয় রামেশ্বরম ক্যাফে (Rameshwaram)-তে শুক্রবার একটি রহস্যজনক বিস্ফোরণে (Bengaluru Blast) পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতদের মধ্যে তিনজন কর্মী ও দুজন গ্রাহক রয়েছেন বলে জানা গেছে।
যদিও এখনও অবধি বিস্ফোরণের কারণ জানা যায়নি। প্রাথমিক সূত্রে খবর, দুপুর ১টা নাগাদ ব্যাগে রাখা একটি বস্তু বিস্ফোরিত হয়। রামেশ্বরম ক্যাফেতে বিস্ফোরণের পর হোয়াইটফিল্ড এলাকার ডেপুটি পুলিশ কমিশনার ঘটনাস্থলে যান বলে জানা গিয়েছে।
এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে
Google News-এ Kolkata24x7 ফলো করুন










