রহস্যে ঘেরা রাষ্ট্রপতি ভবন!শপথের ফাঁকে ওটা কী ?

raisina hill

গত রবিবার শপথ নিয়েছেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের জন্য তিনি শপথ নেওয়ার পরে চারিদিকে মোদী,মোদী স্লোগানে চারিদিক মুখরিত। রবিবার মোদীর সঙ্গে আরও ৭১ সাংসদ মন্ত্রী পদে শপথ নিয়েছেন। রবিবার সন্ধে ৭.১৫ মিনিটে মোদী শপথ নেওয়ার পরেই একে একে মন্ত্রীরা শপথ নিতে শুরু করেন। রাষ্ট্রপতি দৌপ্রদী মুরমু সবাইকে শপথ বাক্য পাঠ করান। কিন্তু এই শপথ বাক্য পাঠের মাঝেই ক্যামেরাবন্দী হল এক রহস্যময় ঘটনা। এক বিজেপি সাংসদের শপথ বাক্য পাঠের সময় একটি ছায়াজীব হেঁটে গেল রাষ্ট্রপতি ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে।

   

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে জানা গিয়েছে যে, বিজেপি সাংসদ দুর্গা দাস উইকি শপথ নেওয়ার সময় একটি বেড়ালের মতো দেখতে একটি প্রাণী রাষ্ট্রপতি ভবনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হেঁটে যেতে দেখা গিয়েছে। এই ভিডিও প্রকাশ্যে আসার পর থেকেই নেটিজেনদের মধ্যে শোরগোল পড়ে গিয়েছে। কেউ কেউ ওই ছায়াজীবকে বাঘ বলে উল্লেখ করেছেন। আবার কেউ ওই জন্তুকে লেপার্ড বলে দাবি করেছেন। কেউ আবার রাষ্ট্রপতি ভবনের সিকিউরিটি নিয়ে প্রশ্ন তুলেছেন।

গতকাল রাষ্ট্রপতি ভবনে প্রায় ৮০০০ অতিথি উপস্থিত ছিলেন। নিরাপত্তার চাদরে মুড়িয়ে ফেলা হয়েছিল গোটা ভবন। কিন্তু তাঁর মধ্যে ওই ছায়াজীবটি কী? কেউ কেউ বলেছেন ওইটি এডিট করা। আবার কারুর দাবি, এত নিরাপত্তার মধ্যেও কী করে ওই জন্তুটি ওইখানে ঘোরাফেরা করছে। সমাজমাধ্যমে এই নিয়ে রহস্য সমাধানের প্রতিযোগিতা চলছে। তবে রাষ্ট্রপতি ভবন থেকে এই বিষয়ে কিছু জানান হয়নি।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন