সমুদ্রসৈকতে রাত কাটাতে গিয়ে প্রেমিকাকে ‘ধর্ষণ’! যৌনাঙ্গে মিলল ব্লেড-পাথর

মুম্বই: মুম্বইয়ের সমুদ্র সৈকতে তরুণীকে ধর্ষণ৷ অভিযোগের আঙুল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। এদিকে, ধর্ষণের বিষয়টি বাড়িতে জানাজানি হলে মা-বাবা বকবেন, সেই ভয়ে নিজেই যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড…

Mumbai woman inserts blade in private parts

মুম্বই: মুম্বইয়ের সমুদ্র সৈকতে তরুণীকে ধর্ষণ৷ অভিযোগের আঙুল তাঁরই প্রেমিকের বিরুদ্ধে। এদিকে, ধর্ষণের বিষয়টি বাড়িতে জানাজানি হলে মা-বাবা বকবেন, সেই ভয়ে নিজেই যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড ও পাথর ঢুকিয়ে দিলেন বছর ২০-র ওই তরুণী! যদিও প্রাথমিকভাবে তাঁর প্রেমিকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হয়েছে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশার মধ্যে রয়েছে পুলিশ৷ (Mumbai woman inserts blade in private parts)

 আর্নালা সমুদ্রসৈকতে রাত কাটান তরুণী Mumbai woman inserts blade in private parts

পেশায় অটো চালক প্রেমিকের সঙ্গে ভিরারের আর্নালা সমুদ্রসৈকতে গিয়েছিলেন ওই তরুণী৷ সেখানেই ধর্ষণের ঘটনাটি ঘটে৷ গোরেগাঁও-এর রাম মন্দির রেল স্টেশনে পৌঁছে এই বিষয়ে অভিযোগ জানানোর পরই ঘটনাটি সামনে আসে৷ ওই তরুণী মহারাষ্ট্রের পালঘরের বাসিন্দা। প্রাথমিক ভাবে জানা যায়, মঙ্গলবার ট্রেনে চেপে মুম্বই গিয়েছিলেন তিনি। প্রেমিকের সঙ্গে রাত কাটানোর পরিকল্পনা ছিল তাঁর। কিন্তু পরিচয়পত্র না থাকায় তাঁরা কোনও হোটেলের রুম পাননি৷ ফলে দু’জনে সমুদ্রসৈকতে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর্নালা সমুদ্রসৈকতে প্রেমিকাকে ধর্ষণ করে অটো চালক প্রেমিক। তারপর ঘটনাস্থল থেকে পালিয়ে যায়৷ কোনওমতে মুম্বই থেকে রাম মন্দির রেল স্টেশনে আসেন ওই তরুণী৷ সেখানে পুলিশের কাছে অভিযোগ জানান৷ জেরার তিনি জানান, ওই অটো চালকের সঙ্গেই আর্নালা সৈতকে এসেছিলেন তিনি৷ 

   

নিজের যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড-পাথর Mumbai woman inserts blade in private parts

প্রেমিকের সঙ্গে রাত কাটানোর খবর বাড়িতে পৌঁছে গেলে বাবা-মা ভীষণভাবে বকাবকি করবেন, সেই ভয়ে ফন্দি আঁটেন ওই তরুণী। তিনি নিজেই নিজের যৌনাঙ্গে সার্জিক্যাল ব্লেড এবং পাথর ঢুকিয়ে দেন। এর ফলে ওই তরুণী জখম হন৷ রক্তপাতও শুরু হয়। এই অবস্থায় পুলিশের সঙ্গে যোগাযোগ করে তিনি ধর্ষণের অভিযোগ জানান। প্রাথমিকভাবে পুলিশও মনে করে যে, ওই তরুণীকে ধর্ষণ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে অটোচালকের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করে তাঁকে গ্রেফতার করা হয়।

এদিকে, চিকিৎসকেরা ওই তরুণীর যৌনাঙ্গ থেকে ব্লেড ও পাথরকুচি বার করে আনেন৷ কিন্তু ওই তরুণী যে ভাবে পুলিশকে বিভ্রান্ত করেছে, তাতে তাঁর মানসিক সমস্যা রয়েছে বলেই মনে করা হচ্ছে৷ 

Bharat: A 20-year-old woman, fearing recrimination from her parents, inserted a surgical blade and stones into her private parts after being raped. alligations of rape on an auto-rickshaw driver of Mumbai.