Sunday, December 7, 2025
HomeBharatমুম্বইয়ে প্রবল বর্ষণ, ট্রেন পরিষেবা ব্যাহত, রেড অ্যালার্ট জারি

মুম্বইয়ে প্রবল বর্ষণ, ট্রেন পরিষেবা ব্যাহত, রেড অ্যালার্ট জারি

- Advertisement -

মুম্বইয়ে সোমবার ভোর থেকে শুরু হওয়া অঝোর বৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত জনজীবন। রাতভর বৃষ্টির পর সোমবার সকালে শহরের নানা প্রান্তে জল জমে যায়। আবহাওয়া দপ্তর (IMD) ইতিমধ্যেই শহর ও আশপাশের এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। আগামী কয়েক ঘণ্টায় আরও ভারী বর্ষণের পূর্বাভাস দিয়েছে তারা।

রাতের আকাশে বজ্রপাত ও মেঘগর্জনের সঙ্গে ভারী বর্ষণ (Heavy Rain)  শুরু হয় মধ্যরাতের পর। সেই বৃষ্টির ধারা সোমবার সকালেও অব্যাহত থাকে। ফলে শহরের একাধিক নিম্নাঞ্চল দ্রুত জলমগ্ন হয়ে পড়ে। বিশেষ করে কিংস সার্কেল, লালবাগ, ওয়ারলি, দাদর, পরেল, কুর্লা প্রভৃতি এলাকায় জল জমে যানবাহন চলাচল কার্যত বন্ধ হয়ে যায়।

   

অবিরাম বৃষ্টির কারণে সোমবার সকালে অফিসগামী মানুষ ও স্কুলপড়ুয়াদের দুর্ভোগের শেষ ছিল না। শহরের প্রধান প্রধান রাস্তায় যানজট তৈরি হয়। ট্যাক্সি, অটো এবং বাস চালকরা জল জমার কারণে বিভিন্ন জায়গায় গাড়ি থামিয়ে দিতে বাধ্য হন। ফলে যাত্রীদের নাজেহাল অবস্থা হয়। যাতায়াতের সময় স্বাভাবিকের তুলনায় দ্বিগুণেরও বেশি লেগে যায়।

মুম্বইয়ের প্রাণরেখা স্থানীয় ট্রেন পরিষেবাতেও বৃষ্টির প্রভাব পড়েছে। দাদর, কুর্লা এবং বান্দ্রা স্টেশনে জল জমে যাওয়ায় যাত্রীরা সমস্যার মুখে পড়েন। অনেক জায়গায় প্ল্যাটফর্মের ট্র্যাকে জল উঠে আসে। যাত্রীরা অভিযোগ করেন, লোকাল ট্রেন ১০ থেকে ১৫ মিনিট পর্যন্ত দেরি করছে। অফিসগামী মানুষেরা সকালবেলা সময়মতো কাজে পৌঁছতে না পেরে বিপাকে পড়েন।

তবে পশ্চিম রেলওয়ে ও মধ্য রেলওয়ের মুখপাত্রদের দাবি, রাতভর বৃষ্টির পরেও তাঁদের উপনগরীয় পরিষেবা স্বাভাবিক রয়েছে। যদিও যাত্রীরা জানিয়েছেন, অনেক জায়গায় দেরি হচ্ছে, বিশেষ করে জল জমা অংশে। মুম্বই পুরসভা জানিয়েছে, সমস্ত পাম্পিং স্টেশন চালু রাখা হয়েছে যাতে জল দ্রুত নামানো যায়। পাশাপাশি শহরের নালাগুলি পরিষ্কার রাখার কাজও চলছে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বিশেষ হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে যাতে মানুষ প্রয়োজনে তথ্য ও সাহায্য পেতে পারেন।

 

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular