North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম

বিহারের রঘুনাথগঞ্জে লাইন থেকে ছিটকে গেছে নর্থ ইস্ট এক্সপ্রেস। পরিস্থিতি ভয়াবহ।North East Express-এর একটার পর একটা কামরা দুমড়ে মুচড়ে গেছে। একাধিক যাত্রী নিহত। রাত ১২.৪০…

North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম

বিহারের রঘুনাথগঞ্জে লাইন থেকে ছিটকে গেছে নর্থ ইস্ট এক্সপ্রেস। পরিস্থিতি ভয়াবহ।North East Express-এর একটার পর একটা কামরা দুমড়ে মুচড়ে গেছে। একাধিক যাত্রী নিহত। রাত ১২.৪০ মিনিট পর্যন্ত যা খবর তাতে কমপক্ষে ৬ জন মৃত। আরও অনেকে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। এই ট্রেনটির যাত্রাপথে পশ্চিমবঙ্গের একাধিক স্টেশন পড়ে। উত্তরবঙ্গের NJP, জলপাইগুড়ি রোড, নিউ কোচবিহার ও নিউ আলিপুরদুয়ার হয়ে অসম যায় নর্থ ইস্ট এক্সপ্রেস।

রেলের তরফে জানানো হয়েছে দিল্লির আনন্দ বিহার থেকে অসমের কামাখ্যা-গুয়াহাটিগামী নর্থ ইস্ট এক্সপ্রেস বিহারের বক্সারে রঘুনাথগঞ্জ স্টেশনের কাছে লাইন থেকে ছিটকে গেছে।

   

North East Express: লাইনচ্যুত নর্থ ইস্ট এক্সপ্রেসের একাধিক যাত্রী নিহত, শতাধিক জখম
দিল্লি থেকে কামাাখ্যা যাওয়ার নর্থ ইস্ট সুপারফাস্ট বিহারে লাইনচ্যুত। ট্রেনটি বিহারের (Bihar) রঘুনাথ স্টেশনের কাছে ছিটকে গেছে। একাধিক কামরা দুমড়ে মুচড়ে গেছে।দুমড়ে মুচড়ে যাওয়া ট্রেনের কামরার ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়েছে। বক্সারের রঘুনাথ স্টেশনে যাত্রীদের মধ্যে আতঙ্ক। এই দুর্ঘটনা ফিরিয়ে দিয়েছে ওড়িশার বালাসোরে ট্রেন লাইনচ্যুত হওয়ার ভয়াবহ মুহূর্ত।

Advertisements

12506 কামাখ্যাগামী নর্থ ইস্ট এক্সপ্রেস যাত্রীদের পরিস্থিতি জানতে রেলের তরফে খোলা হয়েছে হেল্পলাইন। রেলের কর্মকর্তারা জানিয়েছেন আনন্দ বিহার টার্মিনাল থেকে কামাখ্যাগামী ট্রেন নম্বর 12506 নর্থ ইস্ট এক্সপ্রেসের কিছু বগি দানাপুর বিভাগের রঘুনাথপুর স্টেশনের কাছে লাইনচ্যুত হয়েছে৷ হেল্পলাইন নম্বর PNBE – 9771449971, DNR – 8905697493, ARA -180753, ARA -180753 04 

কেন্দ্রীয় মন্ত্রী ও বক্সারের সাংসদ অশ্বিনী চৌবে জানিয়েছেন,বক্সার এলাকায় একটি দুঃখজনক ঘটনা ঘটেছে। রঘুনাথপুর স্টেশনে  ট্রেনের কিছু বগি লাইনচ্যুত হয়েছে। আমি ডিজি এনডিআরএফ, মুখ্য সচিব, ডিএম, ডিজি এবং জিএম রেলওয়ের সাথেও কথা বলেছি। আমি আমাদের কর্মীদের কাছে আবেদন করেছি এবং তারা উদ্ধারকাজে নিয়োজিত রয়েছে। মেডিকেল টিম পাঠানো হয়েছে। উদ্ধার অভিযান চলছে।