মাঙ্কি পক্স নিয়ে নয়া নির্দেশিকা কেন্দ্রের, সতর্ক থাকার বার্তা রাজ্যগুলিকে

এমপক্সে (Mpox Outbreak) আক্রান্ত আরও এক ব্যক্তির খোঁজ মিলল ভারতে। এই ভাইরাসে ইতিমধ্যেই প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। এবারে মিলল দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির হদিশ।  শুক্রবার কেরলের…

mpox-outbreaks-in-India

এমপক্সে (Mpox Outbreak) আক্রান্ত আরও এক ব্যক্তির খোঁজ মিলল ভারতে। এই ভাইরাসে ইতিমধ্যেই প্রথম আক্রান্তের খোঁজ মিলেছে। এবারে মিলল দ্বিতীয় আক্রান্ত ব্যক্তির হদিশ। 

শুক্রবার কেরলের এর্নাকুলামে এক ব্যক্তির শরীর থেকে পাওয়া গিয়েছে এমপক্সের ভাইরাস। কেরল স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, আক্রান্তের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। এখন একটি হাসপাতালে তিনি চিকিৎসাধীন। এদিকে এখনও পাওয়া যায়নি এমপক্স ভাইরাস স্ট্রেইনের হদিশ। 

   

আফ্রিকা থেকে ছড়িয়ে পড়া মাঙ্কিপক্স বা এমপক্সের (Mpox Outbreak) সাম্প্রতিক ভ্যারিয়েন্ট অত্যন্ত সংক্রামক বলেই জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। যা নিয়ে বিশ্বজুড়েই সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই ইউরোপ ছাড়িয়ে (Mpox Outbreak) দক্ষিণ এশিয়ায় ঢুকেছে গুটি বসন্তের এই ভাইরাস। পড়শি দেশ পাকিস্তানে একাধিক ব্যক্তি আক্রান্ত।

চলতি মাসের ১৮ তারিখ কেরলের মলপ্পুরমে এমপক্স ভাইরাসে প্রথম আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। তিনি সম্প্রতি সংযুক্ত আরব আমিরশাহি থেকে ফিরেছিলেন। ভারতে ফেরার পরই বিভিন্ন উপসর্গ দেখা দেয় তাঁর শরীরে। এমপক্স সংক্রমণের প্রেক্ষিতে বৃহস্পতিবার দেশের সমস্ত রাজ্যের উদ্দেশ্যে একটি নির্দেশিকা জারি করে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। ভাইরাস সংক্রমনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা বজায় রাখতে বলা হয়েছে।

সেমি কন্ডাক্টরের পর এবার কলকাতায় বসছে ভারতের নয়া সুপার কম্পিউটার

পরামর্শে বলা হয়েছে, প্রাপ্তবয়স্কদের মধ্যে এমপক্স ক্লেড ১-এর উপসর্গ ক্লেড ২ -এর মতোই। তবে ক্লেড ১ সংক্রমণের ক্ষেত্রে ঝুঁকি অধিক রয়েছে। পাশাপাশি পরামর্শে আরও বলা হয়েছে, উপসর্গগুলি সন্দেহজনক লাগলেই এমপক্স আক্রান্তদের আইসোলেশনে রাখার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাস্থ্য সচিব অপূর্ব চন্দ্র, এমপক্স সংক্রমণ প্রতিরোধে দেশব্যাপী গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য পদক্ষেপ বাস্তবায়নের ওপর জোর দিয়েছেন। সংক্রমণ প্রতিরোধের জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে বলা হয়েছে প্রতিটি রাজ্যকেই।