MP : মধ্যপ্রদেশে বিরোধী দল নেতার পদ ছাড়লেন কংগ্রেস নেতা কমলনাথ 

মধ্যপ্রদেশ (MP) বিধানসভায় বিরোধী দলনেতার পদ থেকে সরে দাঁড়ালেন কংগ্রেস নেতা কমলনাথ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ তার পদত্যাগপত্র কংগ্রেস হাইকমান্ডের কাছে পাঠিয়েছিলেন।

কংগ্রেস হাইকমান্ড তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছে। পাশাপাশি কংগ্রেস হাইকমান্ড গোবিন্দ সিংকে কংগ্রেস পরিষদীয় দলের নেতা নির্বাচিত করেছে। একই সঙ্গে তাঁকেই দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ বিধানসভায় বিরোধী দলনেতার দায়িত্ব।

   

বৃহস্পতিবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল কমলনাথকে একটি চিঠি দেন। ওই চিঠিতে তিনি জানান, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীর ইস্তফাপত্র গ্রহণ করেছেন কংগ্রেস সভানেত্রী। বিধানসভায় রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে আপনার যে উল্লেখযোগ্য ভূমিকা ছিল তাও স্বীকার করে নিয়েছেন দলনেত্রী সোনিয়া গান্ধী।

একইসঙ্গে দলনেত্রী সিদ্ধান্ত নিয়েছেন, রাজ্যে বিরোধী দলনেতার দায়িত্ব সামলাবেন গোবিন্দ সিং। তাঁকেই পরিষদীয় দলের নেতা নির্বাচিত করা হয়েছে। উল্লেখ্য, গোবিন্দ সিং মধ্যপ্রদেশের লহর বিধানসভা কেন্দ্রের বিধায়ক। ২০২৩ সালের শেষদিকে মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচন।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন