লখনউ: নিজের ১৫ দিনের শিশু পুত্রকে ফ্রিজে বন্দী করে ঘুমিয়ে পড় ২৩ বছর বয়সী এক মা। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের মোরাদাবাদে। কিছুক্ষণ পর শিশুটির কান্নার আওয়াজ পেয়ে ফ্রিজ থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় শিশুটির দিদা। সেখানে শিশুটির অবস্থা স্থিতিশীল বলে জানান চিকিৎসকরা।
“অশুভ শক্তি”র ছায়া!
সম্প্রতি সন্তান প্রসব বলে অসুস্থতায় ভুগছিলেন ২৩ বছর বয়সী শিশুটির মা। নিজের ১৫ দিনের শিশুকে ফ্রিজে বন্দী করার ঘটনায় মহিলার উপর অশুভ শক্তির ছায়া পড়েছে বলে ধারণ করে তাঁর পরিবার। “দোষ কাটাতে” নানান রকম তুকতাক, আচার-অনুষ্ঠানের আয়োজন করে মহিলার পরিবার। কিন্তু সব বিফলে যায়। অবশেষে একটি মানসিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে মহিলাকে পরীক্ষা করে মনোবিদ কার্তিকেয়া গুপ্ত জানান, প্রসব পরবর্তী অবসাদে ভুগছিলেন শিশুটির মা।
প্রসব পরবর্তী অবসাদ কি?
সন্তান জন্ম দেওয়ার পর অনেক মহিলাই ‘বেবি ব্লুস’ নামক মনখারাপের শিকার হন। তবে এটি অত গুরুতর সমস্যা নয়। প্রসবের কয়েকদিন পর এই মনখারাপ বা বিরক্তি চলে যায়। কিন্তু প্রসব পরবর্তী অবসাদ একটি গুরুতর মানসিক সমস্যা।
এই সমস্যার সঠিক সময়ের মধ্যে চিকিৎসা না করালে মা এবং সন্তান উভয়েরই বিপদ হওয়ার সম্ভাবনা থাকে। সন্তান জন্ম দেওয়ার সময় মহিলারা প্রিয়জনদের থেকে মানসিক সহায়তা না পেলে এই ধরণের সমস্যা দেখা দিতে পারে বলে জানিয়েছেন মনোবিদ ডঃ মেঘনা গুপ্ত।