এল নিনোর প্রভাবে এ বছর বর্ষা ঢুকছে দেরিতে

গ্রীস্মের দাবদাহের পর বর্ষার অপেক্ষায় সকলেই। চাতকের মতন সবাই বর্ষা কালের (Indian Monsoon season) অপেক্ষায়। কবে আসবে বর্ষা? IMD বা আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে যে এই বছর বর্ষা দেরিতেই আসবে।

Advertisements

মঙ্গলবার এমনটাই জানায় ভারতীয় মৌসম ভবন যার ফলে স্বাভাবিক ভাবেই উদ্বেগ বেড়েছে। মৌসম ভবন জানিয়েছে যে এই বছর বর্ষা ঢুকতে দেরি হবে, দক্ষিণ- পশ্চিম দিক থেকে কেরলে বর্ষ্টি ঢুকতেও সময় লাগবে।

আবহাওয়াবিদরা আশঙ্কা করছেন যে এই বছর এল নিনোর ফলে পূর্ব এবং প্রশান্ত মহাসাগর উষ্ণ হয়ে উঠে। তাই বর্ষার দ্বিতীয়ার্ধে এল নিনোর কিছুটা প্রভাব থাকতে পারে।

Advertisements

কয়েক বছর পর পর এরম পরিস্থিতি দেখা দেয়। এর ফলে অনেক ক্ষতি হতে পারে যেমন ফসল নষ্ট হওয়া, দাবানল বা হড়পা বানের আশঙ্কাও থাকতে পারে।