৩ দিন পর মোকামায় ভোট, কড়া হুঁশিয়ারি দিলেন জ্ঞানেশ কুমার!

CEC Gyanesh Kumar Clarifies: Aadhaar Confirms Identity, Not Date of Birth, Domicile, or Citizenship

নয়াদিল্লি: হাতে বাকি আর মাত্র ৩ দিন। ৬ নভেম্বর মোকামা (Mokama) সহ বিহারে প্রথম দফার ভোটগ্রহণ হতে চলেছে। এদিকে, মোকামার ‘বাহুবলি’ দুলারচাঁদের (Dularchand Yadav) মৃত্যুকে ঘিরে উত্তপ্ত ভোটমুখী বিহার। কিন্তু নির্বাচনে কোনোরকম অশান্তি বরদাস্ত করা হবে না বলে সাফ জানিয়ে দিলেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar)।

Advertisements

রবিবার ফের তিনি স্পষ্ট করলেন, অশান্তি, সহিংসতার বিরুদ্ধে নির্বাচন কমিশন ‘জিরো টলারেন্স” নীতি মেনে চলে। বিহারবাসীকে আশ্বস্ত করতে মুখ্য নির্বাচন কমিশনার বলেন, অসংখ্য পুলিশ কর্মকর্তা, রিটার্নিং অফিসার, জেলা পরিষদের কর্মকর্তারা একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য প্রস্তুত, যা সমগ্র বিশ্বের কাছে একটি মানদণ্ড স্থাপন করবে।

   

রবিবার কানপুরে সাংবাদিক বৈঠকে জ্ঞানেশ কুমার (Gyanesh Kumar) বলেন, “আমি সকলের কাছে আবেদন করছি যে আপনারা নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ এবং ভোটাধিকার প্রয়োগ করার জন্য এগিয়ে আসুন। অশান্তি-সহিংসতার বিষয়ে নির্বাচন কমিশনের স্পষ্ট ‘জিরো টলারেন্স’ নীতি রয়েছে। কোনও সহিংসতার ঘটনা সহ্য করা হবে না”।

তিনি আরও বলেন, “ভোটাররা যাতে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন তা নিশ্চিত করতে নির্বাচন কমিশন প্রস্তুত। আমাদের ২৪৩ জন রিটার্নিং অফিসার, অসংখ্য পর্যবেক্ষক, প্রতিটি জেলার কালেক্টর, জেলা অধিকারী, এসপি, এসএসপি, পুলিশ পর্যবেক্ষক, সবাই প্রস্তুত।”

Advertisements

দুলারচাঁদের হত্যার পরেই কড়া বার্তা দিলেন জ্ঞানেশ কুমার

প্রসঙ্গত, ৩০ অক্টোবর মোকামা বিধানসভা কেন্দ্রের ঘোসবাড়ি থানা এলাকায় খুন হন মোকামার ‘বাহুবলি’ দুলারচাঁদ। ওইদিন জন সুরজ প্রার্থী পীযূষ প্রিয়দর্শিনীর জন্য প্রচার করতে বেরিয়েছিলেন তিনি। ১৯৯০-এর দশকে লালুর ছায়াসঙ্গী দুলারচাঁদের হত্যার ঘটনায় মোকামার জেডিইউ প্রার্থী অনন্ত সিং-কে গ্রেফতার কড়া হয়েছে।

হত্যাকাণ্ডের পর, ১ নভেম্বর ECI মোকামা বিধানসভা নির্বাচনী এলাকায় নিযুক্ত গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও পুলিশ কর্মকর্তাদের তাৎক্ষণিকভাবে বদলির নির্দেশ দেন এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশন বিহার পুলিশের মহাপরিচালক (ডিজিপি) এর কাছ থেকে হত্যাকাণ্ডের বিষয়ে একটি বিস্তারিত রিপোর্টও চেয়েছে।