দীপাবলিতে মোদীকে ফোন ট্রাম্পের, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যের বার্তা দুই নেতার

Modi Trump Diwali Call

নয়াদিল্লি: দীপাবলির আবহে উষ্ণ শুভেচ্ছা বিনিময় দুই বৃহৎ গণতন্ত্রের নেতার। মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। উৎসবের শুভেচ্ছা জানিয়ে দুই নেতা পুনরায় অঙ্গীকার করেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের প্রতিটি রূপের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই চালিয়ে যাবে।

Advertisements

মোদী এক্স (টুইটার)-এ লেখেন, “ভারত ও আমেরিকা দুই মহান গণতন্ত্র, যারা আশা ও ঐক্যের আলোকবর্তিকা হয়ে বিশ্বকে আলোকিত করে চলেছে। আমরা একসঙ্গে দৃঢ়ভাবে দাঁড়াব সন্ত্রাসবাদের সব রূপের বিরুদ্ধে।”

মোদীকে ফোন

হোয়াইট হাউসে দীপাবলি উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ট্রাম্প বলেন, “আমি আজ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছি। তাঁর সঙ্গে কথা বলতে সবসময়ই আনন্দ লাগে। আমরা বাণিজ্য, আঞ্চলিক স্থিতিশীলতা ও শান্তি নিয়ে আলোচনা করেছি। ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ না হওয়ার বিষয়টি উভয় দেশের জন্যই শুভ ইঙ্গিত।”

প্রধানমন্ত্রীর প্রশংসা করে ট্রাম্প আরও বলেন, “তিনি এক মহান ব্যক্তি, এবং বছরের পর বছর ধরে আমার ঘনিষ্ঠ বন্ধু হয়ে আছেন।”

দীপাবলির তাৎপর্য Modi Trump Diwali Call

দীপাবলির তাৎপর্য নিয়ে বক্তব্য রাখতে গিয়ে ট্রাম্প বলেন, “অল্পক্ষণের মধ্যেই আমরা প্রদীপ প্রজ্বলন করব—যা আলোর জয়, জ্ঞানের জাগরণ এবং শুভ শক্তির প্রতীক। দীপাবলি আমাদের মনে করিয়ে দেয়—অন্ধকারের পরেই আলো আসে, মন্দের পরেই শুভের জয় হয়।”

Advertisements

এরপর হোয়াইট হাউসের প্রধান প্রাঙ্গণে নিজ হাতে প্রদীপ জ্বালিয়ে দীপাবলির সূচনা করেন মার্কিন প্রেসিডেন্ট। উপস্থিত ছিলেন প্রশাসনের একাধিক শীর্ষ পদস্থ কর্মকর্তা—এফবিআই ডিরেক্টর কাশ প্যাটেল, জাতীয় গোয়েন্দা দপ্তরের প্রধান তুলসি গ্যাবার্ড, হোয়াইট হাউসের ডেপুটি প্রেস সেক্রেটারি কুশ দেশাই, ভারতের রাষ্ট্রদূত বিনয় মোহন ক্বাত্রা ও মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর।

দুই গণতন্ত্রের আলোকিত সম্পর্ক

অনুষ্ঠানে যোগ দেন মার্কিন মুলুকে বসবাসকারী বিশিষ্ট ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তারাও। তাঁদের উপস্থিতি মার্কিন সমাজে ভারতীয় সংস্কৃতির প্রভাব ও প্রবাসী ভারতীয়দের ক্রমবর্ধমান ভূমিকার প্রতীক হয়ে উঠেছে।

হোয়াইট হাউসের এই দীপাবলি উদ্‌যাপন শুধু দুই দেশের বন্ধুত্বের নতুন অধ্যায়ই নয়, বরং দুই গণতন্ত্রের আলোকিত সম্পর্কের এক গভীর সাংস্কৃতিক প্রতিধ্বনি হিসেবেও ধ্বনিত হলো।