স্বামীজির স্থানে এবার মোদী! বিবেকানন্দ রকে ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী

২০১৯-এর পর ২০২৪। ফের ভোট গণনার আগে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ হয়েছিলেন, সেখানেই এবার ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আগামী…

modi to meditate at same spot as swami vivekananda in kanniyakumari , মোদী ধ্যান কন্য়াকুমারী বিবেকানন্দরক

২০১৯-এর পর ২০২৪। ফের ভোট গণনার আগে ধ্যানে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেখানে স্বামী বিবেকানন্দ ধ্যানস্থ হয়েছিলেন, সেখানেই এবার ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! আগামী ৩০ মে, সপ্তম দফার ভোটপ্রচারের শেষদিন। এই দিনই তামিলনাড়ুতে দিন তিনেকের সফরে যাচ্ছেন মোদী। স্থির হয়েছে, আগামী বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই বিবেকানন্দ রকের ধ্যান মণ্ডপমে ৪৮ ঘন্টার জন্য ধ্যানে বসবেন প্রধানমন্ত্রী।

এর আগেও প্রধানমন্ত্রীকে ধ্যানরত অবস্থায় দেখা গিয়েছে। ২০১৯ সালে লোকসভা ভোটের ফলপ্রকাশের আগে উত্তরাখণ্ডের কেদারনাথে একটি গুহায় ধ্যান করেছিলেন তিনি। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। যা পরে কেদার-যাত্রীদের কাছে সেই গুহা অন্যতম একটি দর্শনীয় স্থান হয়ে দাঁড়ায়। কেদারনাথ থেকে এক কিমি মতো হাঁটাপথে ১১ হাজার ৭০০ ফুট উচ্চতার ওই গুহা এখন রুদ্র ধ্যানগুহা নামে পরিচিতি লাভ করেছে। রুদ্রপ্রয়াগের জেলাশাসকের দেওয়া বয়ান অনুসারে, গুহায় বিদ্যুৎ, হিটার, একটি সাধারণ শয্যা, বিছানা এবং একটি ছোট্ট স্নানাগার তৈরি করা হয়েছিল। বৈদ্যুতিক গিজার সহ সংলগ্ন শৌচালয় ছাড়াও একটি টেলিফোনেরও ব্যবস্থা করা হয়েছিল।

   

Narendra Modi: ‘লুট হওয়া টাকা ফেরত দেব’, বাংলা থেকে বড় ঘোষণা মোদীর

তামিলনাড়ুর কন্যাকুমারীতে অবস্থিত বিবেকানন্দ রক মেমোরিয়াল হিন্দুদের একটি পবিত্র স্মারকস্থল ও পর্যটন কেন্দ্র। এটি কন্যাকুমারীর বাবাতুরাই-এর কাছে মূল ভূখণ্ড থেকে ৫০০ মিটার দূরে সমুদ্রের উপর অবস্থান করছে। বিবেকানন্দ রক ভারতের প্রধান স্থলভাগের দক্ষিণতম বিন্দু।

স্বামী বিবেকানন্দ ১৮৯২ সালের ডিসেম্বর মাসে এখানে এসে এই শিলাখণ্ডের উপর বসে দীর্ঘক্ষণ ধ্যান করেছিলেন। এখানে বসে তিনি ভারতের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে দীর্ঘক্ষণ চিন্তা করেন। তারই স্মৃতিতে ১৯৭০ সালে বিবেকানন্দ রক মেমোরিয়াল কমিটি এখানে একটি স্মারকস্থল নির্মাণ করে।