পহেলগাঁও হামলা পরবর্তী পরিস্থিতি নিয়ে আজ ‘সুপার ক্যাবিনেট’ বৈঠক, পৌরহিত্য করবেন মোদী

নয়াদিল্লি: কাশ্মীরের পাহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। বুধবার ফের দিল্লির সাউথ ব্লকে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র…

Modi to chair super cabinet meet

নয়াদিল্লি: কাশ্মীরের পাহেলগাঁও-এ ভয়াবহ জঙ্গি হামলার পর কেন্দ্রীয় সরকার একের পর এক কড়া পদক্ষেপ নিচ্ছে। বুধবার ফের দিল্লির সাউথ ব্লকে বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন তিনি সভাপতিত্ব করবেন দুই গুরুত্বপূর্ণ মন্ত্রিসভা কমিটির—Cabinet Committee on Political Affairs (CCPA) এবং Cabinet Committee on Security (CCS)—বৈঠকে।

সরকারি সূত্রে খবর, সকাল ১১টা নাগাদ হবে CCS বৈঠক, যেখানে দেশের জাতীয় নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলি খতিয়ে দেখা হবে। এর পরই বৈঠকে বসবে ‘সুপার ক্যাবিনেট’ নামে পরিচিত CCPA—যা দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সিদ্ধান্ত গ্রহণে অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ।

   

পাহেলগাম হামলার পর দ্বিতীয় CCS বৈঠক 

এই CCS বৈঠকটি পাহেলগাম হামলার পর দ্বিতীয়বারের মতো আয়োজিত হচ্ছে। প্রথম বৈঠকে কেন্দ্র সরকার একাধিক কড়া পদক্ষেপ নিয়েছিল—যেমন, পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক কার্যত ছিন্ন করা, ইন্দাস জলচুক্তি স্থগিত রাখা, সীমান্তে গুরুত্বপূর্ণ পথ বন্ধ করে দেওয়া এবং দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামরিক আধিকারিকদের বহিষ্কার।

এদিনের বৈঠকে সেই পদক্ষেপগুলির পর্যালোচনা ছাড়াও ভবিষ্যতের কৌশল নির্ধারণ করা হবে বলে জানা গেছে। মঙ্গলবারই প্রধানমন্ত্রী দেশের সশস্ত্র বাহিনীকে “সম্পূর্ণ কৌশলগত স্বাধীনতা” দিয়েছেন, যাতে তারা হামলার যোগ্য জবাব দিতে পারে।

পাহেলগামের পর ফের ২০১৯-এর ছায়া? Modi to chair super cabinet meet

২০১৯ সালের পুলওয়ামা হামলার পর ঠিক এই ধরনের পরিস্থিতিতে বসেছিল CCPA বৈঠক। তার কয়েকদিনের মধ্যেই ভারতের বায়ুসেনা পাকিস্তানের বালাকোটে জঙ্গি ঘাঁটিতে আঘাত হানে। এবারও পাহেলগামের ঘটনার পর যে ধরনের কূটনৈতিক এবং কৌশলগত তৎপরতা দেখা যাচ্ছে, তাতে অনেকের মনে সেই ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা।

কারা রয়েছেন এই দুটি কমিটিতে?

CCPA-তে রয়েছেন প্রধানমন্ত্রী মোদী ছাড়াও প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গডকরি এবং বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল।
CCS-এ রয়েছেন প্রধানমন্ত্রী, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, বিদেশ ও অর্থমন্ত্রী—এই পাঁচজনই।

পাহেলগাম হামলার অভিঘাত

গত সপ্তাহে জম্মু-কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগামে ভয়াবহ জঙ্গি হামলায় প্রাণ হারান ২৬ জন, যাদের মধ্যে অধিকাংশই পর্যটক ছিলেন। এই ঘটনার পর দেশজুড়ে নিন্দার ঝড় ওঠে, আর পাকিস্তানের বিরুদ্ধে কূটনৈতিক চাপ বাড়াতে তৎপর হয় নয়াদিল্লি।

Bharat: PM Modi to chair CCS and CCPA meetings after Pahalgam attack, reviewing national security and political strategy. Key decisions expected. Previous actions, including diplomatic measures, to be assessed. Potential for 2019-like response.