দেশে প্রতিদিন প্রায় ২০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়: প্রধানমন্ত্রী

 প্রতিদিন দেশে প্রায় ২০ হাজার কোটি টাকার লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল লেনদেন সম্পর্কে রবিবার বেতারের মাসিক অনুষ্ঠান মন কি বাতে (Mann Ki Baat) এই…

দেশে প্রতিদিন প্রায় ২০ হাজার কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়: প্রধানমন্ত্রী

 প্রতিদিন দেশে প্রায় ২০ হাজার কোটি টাকার লেনদেন হয় ডিজিটাল মাধ্যমে। ডিজিটাল লেনদেন সম্পর্কে রবিবার বেতারের মাসিক অনুষ্ঠান মন কি বাতে (Mann Ki Baat) এই তথ্য জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। একই সঙ্গে ডিজিটাল লেনদেনের সুবিধাগুলি নিয়েও আলোচনা করেছেন প্রধানমন্ত্রী। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সংগ্রহশালা নিয়েও বক্তব্য রেখেছেন তিনি।

পাশাপাশি জল সংরক্ষণ প্রক্রিয়া, স্বচ্ছ ভারত, নারীশিক্ষার মত বিষয়েও নিজের মতামত জানিয়েছেন মোদি। প্রধানমন্ত্রী এদিন আরও একবার টোকিও প্যারালিম্পিকে ভারতীয়দের সাফল্যের কথাও বলেছেন। মোদি এদিন মন কি বাত অনুষ্ঠানে বলেছেন, মার্চ মাসে দেশজুড়ে ১০ লক্ষ কোটি টাকার ডিজিটাল লেনদেন হয়েছে। ডিজিটাল লেনদেন ক্রমশই বাড়ছে। বিশেষ করে তরুণ প্রজন্ম ডিজিটাল লেনদেনই পছন্দ করছে। সব দেশবাসীর উচিত ডিজিটাল মাধ্যমে লেনদেন করা। এতে অনেক সুবিধা। দেশের প্রথম প্রধানমন্ত্রী সংগ্রহশালা সম্পর্কে মোদি বলেন, দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী পর্যন্ত সকলের তথ্য রাখা হয়েছে প্রধানমন্ত্রী সংগ্রহশালায়।

Advertisements

উল্লেখ্য, এদিন থেকেই দিল্লির রাজঘাট অর্থাৎ মহাত্মা গান্ধীর সমাধিস্থলে মন কি বাত অনুষ্ঠানটির সরাসরি সম্প্রচার চালু হল বলে প্রসারভারতীর তরফে জানানো হয়েছে। এদিনের মন কি বাতে প্রধানমন্ত্রী বলেন, মেয়েদের শিক্ষা ছাড়া দেশের অগ্রগতি হতে পারে না। তাই মেয়েদের শিক্ষার জন্য অভিভাবকদের আরও উদ্যোগী ও যত্নশীল হতে হবে। মেয়েদের শুধু ঘরের কাজে ব্যস্ত রাখার দিন শেষ হয়ে গিয়েছে। মেয়েরা আজ সব ক্ষেত্রেই ছেলেদের সঙ্গে সমান তালে পাল্লা দিচ্ছে। এর জন্য শিক্ষার প্রয়োজন। একই সঙ্গে বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে স্বচ্ছ ভারত প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দেশবাসীর কাছে আহ্বান জানান প্রধানমন্ত্রী।