ই-বাইকের ব্যাটারি বিস্ফোরণে ঘরে আগুন, প্রাণ হারালেন এক ব্যক্তি

পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ ইলেট্রিক স্কুটার কিংবা ই-বাইকের দিকে ঝুঁকছেন। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও সরকার ই-বাইকের উপর জোর দিয়েছে। কিন্তু এই ই-বাইক কতটা…

পেট্রল-ডিজেলের লাগাতার মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ ইলেট্রিক স্কুটার কিংবা ই-বাইকের দিকে ঝুঁকছেন। পাশাপাশি পরিবেশ দূষণ কমাতেও সরকার ই-বাইকের উপর জোর দিয়েছে। কিন্তু এই ই-বাইক কতটা নিরাপদ ও সুরক্ষিত, তা নিয়ে ফের প্রশ্ন উঠল। কারণ নতুন ই-বাইক কেনার একদিন পরই তার ব্যাটারির বিস্ফোরণে প্রাণ হারালেন ৪০ বছরের এক ব্যক্তি। গুরুতর জখম হয়েছেন ওই ব্যক্তির স্ত্রী। শনিবার অন্ধ্রপ্রদেশের (Andhrapradesh) বিজয়ওয়াড়ায় এই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে।

জানা গিয়েছে, কে শিবকুমার নামে বিজয়ওয়াড়ার এক ব্যক্তি শুক্রবারই ই-বাইকটি কিনেছিলেন। বাড়ি ফিরে ব্যাটারিটি খুলে রাতে ঘরের ভিতরে চার্জে বসিয়েছিলেন। শনিবার ভোরের দিকে হঠাৎই ব্যাটারিতে বিস্ফোরণ ঘটে। সেই সময় বাড়ির সকলেই ঘুমাচ্ছিলেন। বিস্ফোরণের জেরে প্রথমে ঘরের এসিতে প্রথমে আগুন ধরে যায়। সেখান থেকে একাধিক জিনিসপত্রে ছড়িয়ে পড়ে আগুন। শিবকুমারের বাড়ি থেকে কালো ধোঁয়া বের হতে দেখেন প্রতিবেশীরা। তাঁরাই ছুটে এসে বাড়ির দরজা ভেঙে ভিতরে ঢোকেন। ধোঁয়ায় ঢেকে যাওয়া ঘর থেকে শিবকুমারকে উদ্ধার করে সঙ্গে সঙ্গেই তাঁকে স্থানীয় হাসপাতাল নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তিনি প্রাণ হারান। শিবকুমারের স্ত্রী বর্তমানে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

তাঁদের দুই সন্তানও আহত হয়েছেন। কী কারণে বিস্ফোরণ হল, তা খতিয়ে দেখতে ঘটনাস্থলে যায় দমকলবাহিনী। তবে তাদের অনুমান ই-বাইকের ব্যাটারির বিস্ফোরণের ফলেই আগুন লেগেছে। ঘটনার তদন্তে নেমে পুলিশ ই-বাইক নির্মাতা সংস্থার কর্মীদেরও জিজ্ঞাসাবাদ করছে। শর্ট সার্কিট থেকে এই আগুন লেগেছে কিনা, তাও খতিয়ে দেখছে দমকল বিভাগ।
প্রসঙ্গত, তিন দিন আগে তেলেঙ্গানার নিজামাবাদে একই ঘটনা ঘটেছিল। ই-বাইকের ব্যাটারি বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন ৮০ বছরের এক বৃদ্ধ। এবার মৃত্যু হল ৪০ বছরের শিবকুমারের। স্বাভাবিকভাবে ই-বাইকের ব্যাটারির সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠছে।