Pm Modi: অনবরত কটূক্তির জবাব! বুথ ফেরৎ সমীক্ষার ফল দেখেই তোপ উচ্ছ্বসিত মোদীর

ইতিহাসকে ছুঁয়ে ফেলার অপেক্ষায় প্রধানমন্ত্রী মোদী। প্রায় সবকটি বুথ ফেরৎ সমীক্ষা অনুসারেই ফের ক্ষমতার কুর্সিতে প্রত্যাবর্তন হতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। এতেই খুশির জোয়ারে…

Modi-s reaction after the exit poll results 2024, এক্সিট পোল রেজাল্টের পর মোদীর প্রতিক্রিয়া

ইতিহাসকে ছুঁয়ে ফেলার অপেক্ষায় প্রধানমন্ত্রী মোদী। প্রায় সবকটি বুথ ফেরৎ সমীক্ষা অনুসারেই ফের ক্ষমতার কুর্সিতে প্রত্যাবর্তন হতে চলেছেন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। এতেই খুশির জোয়ারে নরেন্দ্র মোদী। তাঁর উচ্ছ্বাস ধরা পড়ল সমাজ মাধ্যমে। ধন্যবাদ দিলেন বিজেপি কার্যকর্তাদের। তারিফ করললেন তাঁদের মুন্সিয়ানার। পাশাপাশি, বিরোধী ‘ইন্ডি’ জোটকে ‘সুবিদাবাদী’ বলে তোপ দেগেছেন প্রধানমন্ত্রী। দাবি করেছেন, বিরোধী নেতৃত্ব শুধু মোদীকে কটূক্তি করে, ফলে মানুষের কাছে বিশ্বাস যোগ্যতা গড়ে তুলছে ব্যর্থ।

Advertisements

৪০০ আসন জয়ের স্বপ্ন অধরা থাকলেও প্রায় সবকটি বুথ ফেরৎ সমীক্ষাতেই প্রকাশ যে, এনডিএ এবার ৩৫০-য়ের বেশি আসন পেতে পারে। ফলে হ্যাটট্রিকের স্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন পদ্ম বাহিনীর নেতারা। তাতেই শামিল মোদী।

বিজ্ঞাপন

মোদীর হ্যাটট্রিক নিশ্চিৎ, ৩৫০-য়ের বেশি আসন জিতে ক্ষমতায় ফিরছে এনডিএ, রিপোর্ট সমীক্ষার

সমীক্ষার ফল বেরনোর পরে পরেই নিজের এক্স হ্য়ান্ডেলে একাধিক বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। শুরুতেই ভোটারদের ধন্যবাদ জানিয়েচেন মোদী। লিখেছেন, ‘যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন তাঁদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। তাদের সক্রিয় অংশগ্রহণ আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। তাদের প্রতিশ্রুতি এবং নিষ্ঠা নিশ্চিত করে যে আমাদের দেশে গণতান্ত্রিক চেতনা বিকাশ লাভ করেছে। আমি ভারতের নারী শক্তি এবং যুবশক্তির বিশেষভাবে প্রশংসা করতে চাই। নির্বাচনে তাদের শক্তিশালী উপস্থিতি খুবই উৎসাহব্যঞ্জক লক্ষণ।’

কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিজেপি কার্যকর্তাদের প্রতি। লিখেছেন, ‘আমি প্রতিটি এনডিএ কার্যকর্তাকে সাধুবাদ জানাতে চাই। এই গরমে যেভাবে আমাদের উন্নয়নের মডেল দেশজুড়ে পৌঁছে দিয়েছেন, সেটা অভাবনীয়। আমাদের কার্ষকর্তারা সেরা। আমাদের কার্যকর্তারা আমাদের সবচেয়ে বড় শক্তি।’

বাংলায় এবার পদ্ম-ফুলের রমরমা, কটা করে আসন বিজেপি-তৃণমূলের? জানুন সমীক্ষা

বিরোধীদের কটাক্ষ করে মোদীর তোপ, ‘সুবিধাবাদী ইন্ডি জোট ভোটারদের সঙ্গে একত্ব হতে ব্যর্থ হয়েছে। ওরা বর্ণবাদী, সাম্প্রদায়িক ও দুর্নীতিবাজ। মুষ্টিমেয় বংশকে রক্ষা করার লক্ষ্যে এই জোট জাতির জন্য একটি ভবিষ্যতবাদী দৃষ্টিভঙ্গি উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। মোদীকে তিরস্কার ও তাতে প্রচারণার মাধ্যমে, ওরা শুধু নিজেদের দক্ষতা দেখিয়েছে। এ ধরণের পশ্চাদগামী রাজনীতি জনগণ প্রত্যাখ্যান করেছে।’

বিগত দু’টি সরকারের উন্নয়নের সুফল দেখেই ভারতবাসী এনডিএ-র উপর আস্থা রেখেছেন বলে দাবি মোদীর। লিখেছেন, ‘আমি আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে, ভারতের জনগণ রেকর্ড সংখ্যক ভোট দিয়ে এনডিএ সরকারকে পুনর্নির্বাচিত করেছে। তাঁরা আমাদের ট্র্যাক রেকর্ড দেখেছে এবং আমাদের কাজ যেভাবে দরিদ্র, প্রান্তিক এবং নিম্নবিত্তদের জীবনে একটি গুণগত পরিবর্তন এনেছে তাতে আস্থা দেখিয়েছেন। পাশাপাশি, তারা দেখেছেন যে কীভাবে নানা সংস্কারকাজ ভারতকে পঞ্চম বৃহত্তম বিশ্ব অর্থনীতিতে পরিণত করেছে। আমাদের প্রতিটি প্রকল্প কোনও পক্ষপাতিত্ব ছাড়াই সুবিধাভোগীদের কাছে পৌঁছেছে।’