জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫৬তম জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার ভোরেই সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়ে তিনি বাপুকে স্মরণ করেন। শান্তি, সরলতা ও নৈতিক শক্তির বৈশ্বিক প্রতীক হিসেবে গান্ধীর দর্শনের অমোঘ প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন তিনি।
মোদীর বার্তা
মোদী তাঁর বার্তায় লেখেন, “গান্ধীজয়ন্তী মানে প্রিয় বাপুর অসাধারণ জীবনকে শ্রদ্ধা জানানো। তাঁর আদর্শ মানব ইতিহাসের গতিপথ পাল্টে দিয়েছিল। সাহস ও সরলতা কীভাবে বিরাট পরিবর্তনের হাতিয়ার হতে পারে, তিনি আমাদের দেখিয়েছেন। সেবা ও সহমর্মিতার শক্তিতেই মানুষকে ক্ষমতায়িত করার বিশ্বাস রাখতেন তিনি। বিকশিত ভারতের পথে আমরা তাঁর দেখানো পথেই অটল থাকব।”
এরপর প্রধানমন্ত্রী রাজঘাটে যান এবং মহাত্মার সমাধিতে নতজানু হয়ে প্রণাম করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খট্টর।
বিশ্বজুড়ে অহিংসার বার্তা Modi pays tribute to Mahatma Gandhi
২ অক্টোবর কেবল ভারতের জন্য নয়, সমগ্র বিশ্বের কাছেই বিশেষ তাৎপর্যপূর্ণ। দেশে এই দিনটি পালিত হয় গান্ধীজয়ন্তী হিসেবে, আর আন্তর্জাতিক ক্ষেত্রে এটি উদযাপিত হয় আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে। ২০০৭ সালে জাতিসংঘ ১৪০টিরও বেশি দেশের সমর্থনে এই দিনটিকে বিশ্ব অহিংসা দিবস ঘোষণা করে।
গান্ধীর দর্শন আজও মানবসভ্যতার সামনে এক অবিনাশী দিশারি—যেখানে সাহস, সহমর্মিতা ও নৈতিক শক্তিই সমাজ ও রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রধান হাতিয়ার। তাঁর উত্তরাধিকার তাই ভারতের বিকাশের পথকে যেমন দিকনির্দেশ করে, তেমনি শান্তি-অহিংসার বিশ্ব বার্তাকেও আরও গভীরভাবে প্রতিধ্বনিত করে।