বিশ্বে সর্বাধিক জনপ্রিয় ইউটিউবার মোদী

Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা ১ কোটি ছাড়িয়ে গেল। মঙ্গলবাড়ই প্রধানমন্ত্রীর ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা এক কোটির গণ্ডি অতিক্রম করেছে। এদেশের অন্য কোনও রাজনৈতিক ব্যক্তিত্বের এমন জনপ্রিয়তা নেই।

Advertisements

তবে শুধু ভারত নয়, বিশ্বের অন্য কোনও দেশের রাষ্ট্রপ্রধানেরও এত ফলোয়ার নেই। নরেন্দ্র মোদীর পর দ্বিতীয় স্থানে রয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ের বলসোনারো। তবে দ্বিতীয় স্থানে থাকলেও বলসোনারোর ফলোয়ারের সংখ্যা মাত্র ৩৬ লক্ষ। তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন মেক্সিকো ও ইন্দোনেশিয়া এই দুই দেশের রাষ্ট্রপ্রধান। তবে তাঁদের ইউটিউব চ্যানেলে ফলোয়ারের সংখ্যা যথাক্রমে ৩০.৭ লক্ষ এবং ২৮.৮ লক্ষ।

ভারতের কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব অবশ্য মোদীর জনপ্রিয়তার ধারেকাছেও নেই। দেশের প্রধান বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ফলোয়ারের সংখ্যা মাত্র ৫ লক্ষ। এরপরে রয়েছেন কংগ্রেস সাংসদ শশী তারুর। তাঁর ফলোয়ারের সংখ্যা ৩ লক্ষের কাছাকাছি।

Advertisements

এই পরিসংখ্যান স্পষ্ট হয়ে যাচ্ছে যে, সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তার নিরিখে গোটা বিশ্বেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বের থেকে অনেকটাই এগিয়ে আছেন নরেন্দ্র মোদী। উল্লেখ্য কয়েকদিন আগেই টাইমসের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, নরেন্দ্র মোদি গত এক দশকের সবথেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব। বিশ্ব রাজনীতিতে মোদীর জনপ্রিয়তা আমেরিকার রাষ্ট্রপতি বা ব্রিটেনের প্রধানমন্ত্রী থেকেও বেশি।